নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্দোলনরত ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা সরকারকে ‘ব্ল্যাকমেইল’ করছেন বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার সম্মেলন কক্ষে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাকালে তিনি এমন মন্তব্য করেন।
তথ্য আপাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘তোমরা যে সরকারের থেকে এত সাহায্য চাইছো, সেই সরকারকে বিব্রত করা থেকে শুরু করে, কোণঠাসা করা, ব্ল্যাকমেইল করা— সবই করছো। এটাকে বলে ব্ল্যাকমেইল।’
উপদেষ্টা তথ্য আপাদের বলেন, প্রকল্পের মেয়াদ এক বছর বৃদ্ধির চেষ্টা চলছে। তারা এখনো বেকার হয়নি। আলোচনার দরজা খোলা আছে। তারপরেও রাস্তায় দিনের পর দিন আন্দোলন করার ফলে সরকার বিব্রত হচ্ছে। এই আন্দোলনে বিগত সরকারের সুবিধাভোগী অনেকে ঢুকে পড়েছে, যারা সরকারকে হয়রানি করতে চাচ্ছে। আন্দোলনকে রাজনীতিকরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন উপদেষ্টা।
তথ্য আপাদের দুই দফা দাবির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এই প্রতিশ্রুতি (রাজস্বখাতে পদ সৃষ্টি করে স্থায়ীকরণ) আমি দিতে পারি না। এর সঙ্গে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত। এটা সময়সাপেক্ষ ব্যাপার।’
আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে শারমীন মুরশিদ বলেন, ‘তোমরা রাস্তায় থেকো না। আমি অনুরোধ করছি।’
চাকরির বিধি বিধান মেনে চলার বিষয়ে সতর্ক করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘রিজাইন করার একটা প্রক্রিয়া আছে, জয়েন করারও প্রক্রিয়া আছে, না বলে বাইরে থাকারও একটা প্রক্রিয়া আছে। তোমরা নিয়মের মধ্যে আসবে, আইনের মধ্যে আসবে, ডিসিপ্লিনের মধ্যে আসবে। এটা যদি করতে না পারো তোমাদের সাথে আমার আর কোনো কথা নেই।’
আলোচনায় অংশ নেওয়া তথ্য আপা প্রকল্পের প্রতিনিধি সঙ্গীতা সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘উপদেষ্টা আমাদের আলোচনায় ডেকে তার সিদ্ধান্ত আমাদের ওপর চাপিয়ে দিয়ে বিদায় করেছেন। তিনি জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ বৃদ্ধির চেষ্টা চলছে। কিন্তু তিনি কোনো নিশ্চয়তা দেননি। আমরা ২৩ দিন ধরে রাস্তায়। আমাদের দুই দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’
আলোচনাকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং তথ্য আপা প্রকল্পের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় ‘তথ্য আপা’ প্রকল্প। জাতীয় মহিলা সংস্থা এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা। দেশের ৪৯২ উপজেলায় পরিচালিত এই প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না হলে চলতি মাসের পর প্রকল্পের কর্মীরা বেকার হয়ে পড়বেন। চাকরির স্থায়ী সমাধান চেয়ে গত ২৮ মে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন তথ্য আপারা। বিএনপি, এনসিপি, গণসংহতি আন্দোলন, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তথ্য আপাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তথ্য আপাদের দুই দফা দাবি হলো-চাকরি রাজস্ব খাতে স্থানান্তর এবং কেটে নেওয়া বেতন ফিরিয়ে দেওয়া।
আন্দোলনরত ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা সরকারকে ‘ব্ল্যাকমেইল’ করছেন বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বেইলি রোডে জাতীয় মহিলা সংস্থার সম্মেলন কক্ষে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনাকালে তিনি এমন মন্তব্য করেন।
তথ্য আপাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘তোমরা যে সরকারের থেকে এত সাহায্য চাইছো, সেই সরকারকে বিব্রত করা থেকে শুরু করে, কোণঠাসা করা, ব্ল্যাকমেইল করা— সবই করছো। এটাকে বলে ব্ল্যাকমেইল।’
উপদেষ্টা তথ্য আপাদের বলেন, প্রকল্পের মেয়াদ এক বছর বৃদ্ধির চেষ্টা চলছে। তারা এখনো বেকার হয়নি। আলোচনার দরজা খোলা আছে। তারপরেও রাস্তায় দিনের পর দিন আন্দোলন করার ফলে সরকার বিব্রত হচ্ছে। এই আন্দোলনে বিগত সরকারের সুবিধাভোগী অনেকে ঢুকে পড়েছে, যারা সরকারকে হয়রানি করতে চাচ্ছে। আন্দোলনকে রাজনীতিকরণ করা হচ্ছে বলে অভিযোগ করেন উপদেষ্টা।
তথ্য আপাদের দুই দফা দাবির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘এই প্রতিশ্রুতি (রাজস্বখাতে পদ সৃষ্টি করে স্থায়ীকরণ) আমি দিতে পারি না। এর সঙ্গে অনেকগুলো মন্ত্রণালয় জড়িত। এটা সময়সাপেক্ষ ব্যাপার।’
আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে শারমীন মুরশিদ বলেন, ‘তোমরা রাস্তায় থেকো না। আমি অনুরোধ করছি।’
চাকরির বিধি বিধান মেনে চলার বিষয়ে সতর্ক করেন উপদেষ্টা। তিনি বলেন, ‘রিজাইন করার একটা প্রক্রিয়া আছে, জয়েন করারও প্রক্রিয়া আছে, না বলে বাইরে থাকারও একটা প্রক্রিয়া আছে। তোমরা নিয়মের মধ্যে আসবে, আইনের মধ্যে আসবে, ডিসিপ্লিনের মধ্যে আসবে। এটা যদি করতে না পারো তোমাদের সাথে আমার আর কোনো কথা নেই।’
আলোচনায় অংশ নেওয়া তথ্য আপা প্রকল্পের প্রতিনিধি সঙ্গীতা সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘উপদেষ্টা আমাদের আলোচনায় ডেকে তার সিদ্ধান্ত আমাদের ওপর চাপিয়ে দিয়ে বিদায় করেছেন। তিনি জানিয়েছেন, প্রকল্পের মেয়াদ বৃদ্ধির চেষ্টা চলছে। কিন্তু তিনি কোনো নিশ্চয়তা দেননি। আমরা ২৩ দিন ধরে রাস্তায়। আমাদের দুই দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।’
আলোচনাকালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং তথ্য আপা প্রকল্পের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় ‘তথ্য আপা’ প্রকল্প। জাতীয় মহিলা সংস্থা এই প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা। দেশের ৪৯২ উপজেলায় পরিচালিত এই প্রকল্পের মেয়াদ আগামী ৩০ জুন শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না হলে চলতি মাসের পর প্রকল্পের কর্মীরা বেকার হয়ে পড়বেন। চাকরির স্থায়ী সমাধান চেয়ে গত ২৮ মে থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন তথ্য আপারা। বিএনপি, এনসিপি, গণসংহতি আন্দোলন, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তথ্য আপাদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তথ্য আপাদের দুই দফা দাবি হলো-চাকরি রাজস্ব খাতে স্থানান্তর এবং কেটে নেওয়া বেতন ফিরিয়ে দেওয়া।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
৩৫ মিনিট আগেবিবৃতিতে বলা হয়, সরকার গণমাধ্যমে স্বচ্ছতা, সুরক্ষা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই মূল্যবোধ সংরক্ষণ ও বৃদ্ধির জন্য সব অংশীজনের একসঙ্গে কাজ করা দরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমে সম্পাদকীয়, পরিচালনাগত বা ব্যবসায়িক দিকগুলোতে হস্তক্ষেপ করেনি।
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে ১১ আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকারপ্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে আসেন।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের স্বাস্থ্য খাতে বন্ধুত্বপূর্ণ ও কল্যাণকর উদ্যোগের জন্য চীনের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেছেন, চীন সব সময় বাংলাদেশের দীর্ঘস্থায়ী বিশ্বস্ত বন্ধু হিসেবে দুর্যোগ ও সংকটময় সময়ে সহায়তার হাত বাড়িয়ে দ
৪ ঘণ্টা আগে