নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের সামনে কোনো নিষেধাজ্ঞা আসার আশঙ্কা নেই। র্যাবের ওপরে থাকা মার্কিন নিষেধাজ্ঞা অচিরেই উঠে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশ সফর করে যাওয়া মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে আলোচনার পর এ আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।
আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (মার্কিন প্রতিনিধিদল) বলেছে, তোমরা (বাংলাদেশ) যেভাবে যাচ্ছ, একটা সঠিক পথে যাচ্ছ। আমরা মনে করি, হয়তো শিগগির নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। তোমরা যেভাবে চলছ, এটা যেন চলমান থাকে। তোমাদের আইনজীবী ভালো ভূমিকা রাখছেন। আমরা আশা করছি, এটা অচিরেই শেষ হবে। আমরা কাউকে নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে নই।’
ভবিষ্যতে নিষেধাজ্ঞা দিতে হলে দেখেশুনেই দেওয়া হবে বলে প্রতিনিধিদল আভাস দিয়ে গেছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।
গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড লু বৈঠক করেন। সে বৈঠকে লু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কিছু না বললেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমাতে র্যাবের কাজের ‘অসামান্য অগ্রগতি’ তাদের নজরে এসেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেশ কিছু ধাপ পেরিয়ে জটিল প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। র্যাবের নিষেধাজ্ঞাও সেই প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার হবে। তবে তারা (মার্কিন প্রতিনিধিদল) বলেছে, বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে সেটা উত্তরণ হবে এবং নিষেধাজ্ঞাও প্রত্যাহার হবে।’
র্যাব ভালো কাজ করছে—এটা ডোনাল্ড লুকে জানিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মন্ত্রী হিসেবে সেটা সব সময় বলব। কাজেই তাদের চোখে যেটা পড়েছে, সেটার জন্য তারা নিষেধাজ্ঞা দিয়েছে।’
আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলেও গুঞ্জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেমন কিছু ঘটছে না বলে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে মনে হয়েছে।
এখন তারা বলছে, ‘আমরা যেভাবে আবেদন করেছি, সেটা সঠিক আছে। উনি আমাদের কোনো প্রেশার (চাপ) দিতে বা কিছু আরোপ করতে আসেননি। বরং বলেছে র্যাব ভালো করছে, আমরা সঠিক পথে আছি, এভাবে চললে তারা আমাদের সঙ্গে থাকবে।’
বৈঠকের প্রসঙ্গে টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রীদেরসহ আমার সঙ্গেও তাঁর আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। অনেক কথাবার্তা হয়েছে সেখানে। তাতে আমার যা মনে হয়েছে, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা বন্ধ হোক সেটা আমেরিকার সরকার চায় না।’
তারা (মার্কিন সরকার) বাংলাদেশকে আরও সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায় উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, তারা চায় দেশের মানবাধিকার যেন আরও ওপরে থাকে। সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তাদের পর্যবেক্ষণ জানিয়েছে। কেউ যেন সহিংসতায় লিপ্ত না হয়, সেটাও বলেছে।
অতীতে বাংলাদেশ যেভাবে জঙ্গি-সন্ত্রাসবাদ ও অগ্নি-সন্ত্রাস মোকাবিলা করেছে মার্কিন দল তার প্রশংসা করেছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আলোচনায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রসঙ্গ এসেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনের ৯০ দিন আগেই আমাদের সব ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) কাছে চলে যায়। আমাদের নিরাপত্তা বাহিনী এবং সরকারের সবকিছু তারা নিয়ন্ত্রণ করে। আমরা মন্ত্রীরা শুধু অফিস ওয়ার্ক করি, তেমন করণীয় কিছু থাকে না। কাজেই আমি মনে করি, আমাদের পুলিশ বাহিনীসহ যারা নির্বাচন কাজে সব সময় থাকে, তারা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত আছে।’
বিরোধী দলের আন্দোলনের বিষয় নিয়ে মন্ত্রী বলেন, ‘তারা আমাদের প্রশংসা করেছেন যে আমরা বিএনপিকে বিভিন্ন জনসভা করতে দিচ্ছি। তবে সমাবেশের নামে অগ্নিসংযোগ, ভাঙচুর, রাস্তায় ব্যারিকেড—এসব বিষয় আমেরিকার সরকার সমর্থন করে না। আমরা যেভাবে এখন চলছি, সেটার প্রশংসা করেছে প্রতিনিধিদল।’
বাংলাদেশের সামনে কোনো নিষেধাজ্ঞা আসার আশঙ্কা নেই। র্যাবের ওপরে থাকা মার্কিন নিষেধাজ্ঞা অচিরেই উঠে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশ সফর করে যাওয়া মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে আলোচনার পর এ আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী।
আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (মার্কিন প্রতিনিধিদল) বলেছে, তোমরা (বাংলাদেশ) যেভাবে যাচ্ছ, একটা সঠিক পথে যাচ্ছ। আমরা মনে করি, হয়তো শিগগির নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। তোমরা যেভাবে চলছ, এটা যেন চলমান থাকে। তোমাদের আইনজীবী ভালো ভূমিকা রাখছেন। আমরা আশা করছি, এটা অচিরেই শেষ হবে। আমরা কাউকে নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে নই।’
ভবিষ্যতে নিষেধাজ্ঞা দিতে হলে দেখেশুনেই দেওয়া হবে বলে প্রতিনিধিদল আভাস দিয়ে গেছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল।
গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড লু বৈঠক করেন। সে বৈঠকে লু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কিছু না বললেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমাতে র্যাবের কাজের ‘অসামান্য অগ্রগতি’ তাদের নজরে এসেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেশ কিছু ধাপ পেরিয়ে জটিল প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। র্যাবের নিষেধাজ্ঞাও সেই প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার হবে। তবে তারা (মার্কিন প্রতিনিধিদল) বলেছে, বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে সেটা উত্তরণ হবে এবং নিষেধাজ্ঞাও প্রত্যাহার হবে।’
র্যাব ভালো কাজ করছে—এটা ডোনাল্ড লুকে জানিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মন্ত্রী হিসেবে সেটা সব সময় বলব। কাজেই তাদের চোখে যেটা পড়েছে, সেটার জন্য তারা নিষেধাজ্ঞা দিয়েছে।’
আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলেও গুঞ্জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেমন কিছু ঘটছে না বলে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে মনে হয়েছে।
এখন তারা বলছে, ‘আমরা যেভাবে আবেদন করেছি, সেটা সঠিক আছে। উনি আমাদের কোনো প্রেশার (চাপ) দিতে বা কিছু আরোপ করতে আসেননি। বরং বলেছে র্যাব ভালো করছে, আমরা সঠিক পথে আছি, এভাবে চললে তারা আমাদের সঙ্গে থাকবে।’
বৈঠকের প্রসঙ্গে টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রীদেরসহ আমার সঙ্গেও তাঁর আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। অনেক কথাবার্তা হয়েছে সেখানে। তাতে আমার যা মনে হয়েছে, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা বন্ধ হোক সেটা আমেরিকার সরকার চায় না।’
তারা (মার্কিন সরকার) বাংলাদেশকে আরও সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায় উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, তারা চায় দেশের মানবাধিকার যেন আরও ওপরে থাকে। সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তাদের পর্যবেক্ষণ জানিয়েছে। কেউ যেন সহিংসতায় লিপ্ত না হয়, সেটাও বলেছে।
অতীতে বাংলাদেশ যেভাবে জঙ্গি-সন্ত্রাসবাদ ও অগ্নি-সন্ত্রাস মোকাবিলা করেছে মার্কিন দল তার প্রশংসা করেছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আলোচনায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রসঙ্গ এসেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনের ৯০ দিন আগেই আমাদের সব ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) কাছে চলে যায়। আমাদের নিরাপত্তা বাহিনী এবং সরকারের সবকিছু তারা নিয়ন্ত্রণ করে। আমরা মন্ত্রীরা শুধু অফিস ওয়ার্ক করি, তেমন করণীয় কিছু থাকে না। কাজেই আমি মনে করি, আমাদের পুলিশ বাহিনীসহ যারা নির্বাচন কাজে সব সময় থাকে, তারা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত আছে।’
বিরোধী দলের আন্দোলনের বিষয় নিয়ে মন্ত্রী বলেন, ‘তারা আমাদের প্রশংসা করেছেন যে আমরা বিএনপিকে বিভিন্ন জনসভা করতে দিচ্ছি। তবে সমাবেশের নামে অগ্নিসংযোগ, ভাঙচুর, রাস্তায় ব্যারিকেড—এসব বিষয় আমেরিকার সরকার সমর্থন করে না। আমরা যেভাবে এখন চলছি, সেটার প্রশংসা করেছে প্রতিনিধিদল।’
দেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
৫ ঘণ্টা আগেআজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে আজ। এবারের মে দিবসের প্রতিপাদ্য হলো ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’।
৫ ঘণ্টা আগেদেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানির আওতাধীন জেলাগুলোয় বিদ্যুৎ আইনে অপরাধের বিচারে আদালত রয়েছে মাত্র ১৯টি। সব জেলায় আদালত না থাকায় এক জেলার গ্রাহকদের মামলাসংক্রান্ত কাজে যেতে হচ্ছে অন্য জেলায়। আদালতের সংখ্যা কম থাকায় ভুগতে হচ্ছে মামলাজটে। সমস্যার সমাধানে আদালতের সংখ্যা বাড়াতে সম্প্রতি আইন...
৬ ঘণ্টা আগেসরকারি চাকরির নিয়োগপ্রক্রিয়া সহজ করতে ১০-১২তম গ্রেডের নিয়োগে অপেক্ষমাণ তালিকা রাখা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। প্রতিটি পদের বিপরীতে দুজন প্রার্থীকে অপেক্ষমাণ রাখা হবে। মূল তালিকা থেকে কেউ চাকরিতে যোগ না দিলে বা যোগ দেওয়ার পর কেউ চাকরি ছাড়লে অপেক্ষমাণ তালিকা থেকে নিয়োগ দেওয়া হবে। এই তালিকার মেয়াদ
৬ ঘণ্টা আগে