Ajker Patrika

শিগগিরই র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ২০: ৩০
শিগগিরই র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের সামনে কোনো নিষেধাজ্ঞা আসার আশঙ্কা নেই। র‍্যাবের ওপরে থাকা মার্কিন নিষেধাজ্ঞা অচিরেই উঠে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বাংলাদেশ সফর করে যাওয়া মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সঙ্গে আলোচনার পর এ আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী। 

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরের সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (মার্কিন প্রতিনিধিদল) বলেছে, তোমরা (বাংলাদেশ) যেভাবে যাচ্ছ, একটা সঠিক পথে যাচ্ছ। আমরা মনে করি, হয়তো শিগগির নিষেধাজ্ঞা উঠে যেতে পারে। তোমরা যেভাবে চলছ, এটা যেন চলমান থাকে। তোমাদের আইনজীবী ভালো ভূমিকা রাখছেন। আমরা আশা করছি, এটা অচিরেই শেষ হবে। আমরা কাউকে নিষেধাজ্ঞা দেওয়ার পক্ষে নই।’

ভবিষ্যতে নিষেধাজ্ঞা দিতে হলে দেখেশুনেই দেওয়া হবে বলে প্রতিনিধিদল আভাস দিয়ে গেছে বলে জানান আসাদুজ্জামান খান কামাল। 

গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ডোনাল্ড লু বৈঠক করেন। সে বৈঠকে লু নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে কিছু না বললেও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমাতে র‍্যাবের কাজের ‘অসামান্য অগ্রগতি’ তাদের নজরে এসেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেশ কিছু ধাপ পেরিয়ে জটিল প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। র‍্যাবের নিষেধাজ্ঞাও সেই প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যাহার হবে। তবে তারা (মার্কিন প্রতিনিধিদল) বলেছে, বাংলাদেশ যেভাবে এগিয়ে চলছে সেটা উত্তরণ হবে এবং নিষেধাজ্ঞাও প্রত্যাহার হবে।’

র‍্যাব ভালো কাজ করছে—এটা ডোনাল্ড লুকে জানিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মন্ত্রী হিসেবে সেটা সব সময় বলব। কাজেই তাদের চোখে যেটা পড়েছে, সেটার জন্য তারা নিষেধাজ্ঞা দিয়েছে।’
 
আরও নিষেধাজ্ঞা আসতে পারে বলেও গুঞ্জনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তেমন কিছু ঘটছে না বলে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে মনে হয়েছে। 

এখন তারা বলছে, ‘আমরা যেভাবে আবেদন করেছি, সেটা সঠিক আছে। উনি আমাদের কোনো প্রেশার (চাপ) দিতে বা কিছু আরোপ করতে আসেননি। বরং বলেছে র‍্যাব ভালো করছে, আমরা সঠিক পথে আছি, এভাবে চললে তারা আমাদের সঙ্গে থাকবে।’ 

বৈঠকের প্রসঙ্গে টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রীদেরসহ আমার সঙ্গেও তাঁর আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। অনেক কথাবার্তা হয়েছে সেখানে। তাতে আমার যা মনে হয়েছে, বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তা বন্ধ হোক সেটা আমেরিকার সরকার চায় না।’ 

তারা (মার্কিন সরকার) বাংলাদেশকে আরও সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায় উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, তারা চায় দেশের মানবাধিকার যেন আরও ওপরে থাকে। সুষ্ঠু নির্বাচনের বিষয়ে তাদের পর্যবেক্ষণ জানিয়েছে। কেউ যেন সহিংসতায় লিপ্ত না হয়, সেটাও বলেছে।

অতীতে বাংলাদেশ যেভাবে জঙ্গি-সন্ত্রাসবাদ ও অগ্নি-সন্ত্রাস মোকাবিলা করেছে মার্কিন দল তার প্রশংসা করেছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

আলোচনায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের প্রসঙ্গ এসেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনের ৯০ দিন আগেই আমাদের সব ক্ষমতা নির্বাচন কমিশনের (ইসি) কাছে চলে যায়। আমাদের নিরাপত্তা বাহিনী এবং সরকারের সবকিছু তারা নিয়ন্ত্রণ করে। আমরা মন্ত্রীরা শুধু অফিস ওয়ার্ক করি, তেমন করণীয় কিছু থাকে না। কাজেই আমি মনে করি, আমাদের পুলিশ বাহিনীসহ যারা নির্বাচন কাজে সব সময় থাকে, তারা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত আছে।’ 

বিরোধী দলের আন্দোলনের বিষয় নিয়ে মন্ত্রী বলেন, ‘তারা আমাদের প্রশংসা করেছেন যে আমরা বিএনপিকে বিভিন্ন জনসভা করতে দিচ্ছি। তবে সমাবেশের নামে অগ্নিসংযোগ, ভাঙচুর, রাস্তায় ব্যারিকেড—এসব বিষয় আমেরিকার সরকার সমর্থন করে না। আমরা যেভাবে এখন চলছি, সেটার প্রশংসা করেছে প্রতিনিধিদল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত