সাইফুল মাসুম, ঢাকা
জাহাজ কিনে গভীর সমুদ্র থেকে টুনা মাছ আহরণ করতে ২০২০ সালের জুনে পাইলট প্রকল্প নিয়েছিল মৎস্য অধিদপ্তর। একবার সময় বাড়ানোর পর আগামী জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র ৬ দশমিক ৮৫ শতাংশ। প্রকল্পের মেয়াদ আবার দুই বছর বাড়ানোর একটি প্রস্তাব খারিজ করে দিয়েছে পরিকল্পনা কমিশন। নতুন প্রস্তাবটিতে জাহাজ কেনার পরিবর্তে ভাড়া নেওয়ার কথা বলা হয়েছিল।
আহরণের বাইরে থেকে যাওয়া গভীর সমুদ্রের টুনা ও এ জাতের অন্যান্য মাছ ধরার অভিজ্ঞতা অর্জন এবং টুনা মাছ আহরণে বেসরকারি বিনিয়োগকারীদের উৎসাহিত করা ছিল এ প্রকল্পের লক্ষ্য। এর আওতায় গভীর সমুদ্রে টুনা আহরণে সক্ষম তিনটি জাহাজ কেনার কথা ছিল। জাহাজ কিনতে ২১ কোটি টাকার এলসিও খোলা হয়েছিল। তবে প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মৎস্য অধিদপ্তর ওই জাহাজ কিনতে ব্যর্থ হয়েছে। তা ছাড়া এ পর্যন্ত সমুদ্রে কোনো সমীক্ষাও পরিচালনা করা হয়নি। সব মিলিয়ে বলা যায়, প্রকল্পের মূল কাজগুলো বাস্তবায়ন করা হয়নি।
প্রকল্পের দপ্তর জানিয়েছে, প্রথমে এর মেয়াদ ছিল ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত। সে সময় প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৬১ কোটি টাকা। পরে প্রস্তাব সংশোধন করে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৫ সালের জুন করা হয়। এতে অর্থ বরাদ্দ ৫৫ কোটি টাকা করে তিনটির বদলে দুটি জাহাজ কেনার কথা বলা হয়। সেই জাহাজও কেনা হয়নি।
প্রকল্প পরিচালক ড. মো. জুবায়দুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে আমরা জাহাজ কিনতে ব্যর্থ হয়েছি। দরপত্রে নতুন জাহাজ দেওয়ার কথা থাকলেও পুরোনো নিম্নমানের জাহাজ গছিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা। ঠিকাদারি প্রতিষ্ঠানের বাংলাদেশি এজেন্ট নানাভাবে হুমকি ও চাপ দেওয়ার চেষ্টা করেছে।’
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে, টুনা আহরণ প্রকল্পের আওতায় প্রথমে ২০২১ সালের মার্চে জাহাজ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। তিনটি দরপত্র জমা পড়লেও কোনোটি মূল্যায়নযোগ্য না হওয়ায় একই বছর আগস্টে আবার দরপত্র আহ্বান করা হয়। দ্বিতীয় দরপত্রে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ইউনি মেরিন প্রাইভেট লিমিটেডকে কাজ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির বাংলাদেশি এজেন্ট ছিল কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদারের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ড বিডি। তখন দুই বছর জাহাজ আমদানিতে সরকারের নিষেধাজ্ঞা থাকায় ক্রয়ের কাজ পিছিয়ে যায়। ২০২৪ সালের মে মাসে জাহাজ দেখতে চীন যায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের সাত সদস্যের একটি প্রতিনিধিদল। ওই দলে অন্যদের মধ্যে ছিলেন প্রকল্প পরিচালক জুবায়দুল আলম ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। প্রতিনিধিদলকে ঠিকাদারি প্রতিষ্ঠান ১০ বছরের পুরোনো ইঞ্জিনের জাহাজ দেখায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই জাহাজ নিতে আগ্রহী না হওয়ায় তৎকালীন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান নানাভাবে তাদের চাপ দেন। প্রকল্প পরিচালক জুবায়দুল আলম বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন অস্ত্রসহ এসে ভয় দেখিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের প্রস্তাব অস্বীকার করেছি। পুরোনো, নিম্নমানের জাহাজ আনলে দেশ ক্ষতিগ্রস্ত হতো। তা ছাড়া পরে অনিয়মের জন্য দুদকে আমার বিরুদ্ধে মামলা হতো।’
অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ড বিডির মালিক লিয়াকত সিকদারকে ফোন করা হলে তিনি পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন। পরে তিনি আর কল করেননি।
প্রকল্পের সার্বিক বিষয়ে জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ বলেন, ‘পরিকল্পনা কমিশনের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, টুনা প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে না। তবে আমরা মন্ত্রণালয়ের (মৎস্য ও প্রাণিসম্পদ) মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সম্প্রসারণের (মেয়াদ) চেষ্টা করছি।’
জাহাজ কিনে গভীর সমুদ্র থেকে টুনা মাছ আহরণ করতে ২০২০ সালের জুনে পাইলট প্রকল্প নিয়েছিল মৎস্য অধিদপ্তর। একবার সময় বাড়ানোর পর আগামী জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত প্রকল্পের অগ্রগতি হয়েছে মাত্র ৬ দশমিক ৮৫ শতাংশ। প্রকল্পের মেয়াদ আবার দুই বছর বাড়ানোর একটি প্রস্তাব খারিজ করে দিয়েছে পরিকল্পনা কমিশন। নতুন প্রস্তাবটিতে জাহাজ কেনার পরিবর্তে ভাড়া নেওয়ার কথা বলা হয়েছিল।
আহরণের বাইরে থেকে যাওয়া গভীর সমুদ্রের টুনা ও এ জাতের অন্যান্য মাছ ধরার অভিজ্ঞতা অর্জন এবং টুনা মাছ আহরণে বেসরকারি বিনিয়োগকারীদের উৎসাহিত করা ছিল এ প্রকল্পের লক্ষ্য। এর আওতায় গভীর সমুদ্রে টুনা আহরণে সক্ষম তিনটি জাহাজ কেনার কথা ছিল। জাহাজ কিনতে ২১ কোটি টাকার এলসিও খোলা হয়েছিল। তবে প্রকল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মৎস্য অধিদপ্তর ওই জাহাজ কিনতে ব্যর্থ হয়েছে। তা ছাড়া এ পর্যন্ত সমুদ্রে কোনো সমীক্ষাও পরিচালনা করা হয়নি। সব মিলিয়ে বলা যায়, প্রকল্পের মূল কাজগুলো বাস্তবায়ন করা হয়নি।
প্রকল্পের দপ্তর জানিয়েছে, প্রথমে এর মেয়াদ ছিল ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত। সে সময় প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৬১ কোটি টাকা। পরে প্রস্তাব সংশোধন করে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৫ সালের জুন করা হয়। এতে অর্থ বরাদ্দ ৫৫ কোটি টাকা করে তিনটির বদলে দুটি জাহাজ কেনার কথা বলা হয়। সেই জাহাজও কেনা হয়নি।
প্রকল্প পরিচালক ড. মো. জুবায়দুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে আমরা জাহাজ কিনতে ব্যর্থ হয়েছি। দরপত্রে নতুন জাহাজ দেওয়ার কথা থাকলেও পুরোনো নিম্নমানের জাহাজ গছিয়ে দেওয়ার চেষ্টা করেছে তারা। ঠিকাদারি প্রতিষ্ঠানের বাংলাদেশি এজেন্ট নানাভাবে হুমকি ও চাপ দেওয়ার চেষ্টা করেছে।’
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুসারে, টুনা আহরণ প্রকল্পের আওতায় প্রথমে ২০২১ সালের মার্চে জাহাজ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। তিনটি দরপত্র জমা পড়লেও কোনোটি মূল্যায়নযোগ্য না হওয়ায় একই বছর আগস্টে আবার দরপত্র আহ্বান করা হয়। দ্বিতীয় দরপত্রে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ইউনি মেরিন প্রাইভেট লিমিটেডকে কাজ দেওয়া হয়। প্রতিষ্ঠানটির বাংলাদেশি এজেন্ট ছিল কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদারের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ড বিডি। তখন দুই বছর জাহাজ আমদানিতে সরকারের নিষেধাজ্ঞা থাকায় ক্রয়ের কাজ পিছিয়ে যায়। ২০২৪ সালের মে মাসে জাহাজ দেখতে চীন যায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও মৎস্য অধিদপ্তরের সাত সদস্যের একটি প্রতিনিধিদল। ওই দলে অন্যদের মধ্যে ছিলেন প্রকল্প পরিচালক জুবায়দুল আলম ও মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর। প্রতিনিধিদলকে ঠিকাদারি প্রতিষ্ঠান ১০ বছরের পুরোনো ইঞ্জিনের জাহাজ দেখায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই জাহাজ নিতে আগ্রহী না হওয়ায় তৎকালীন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান নানাভাবে তাদের চাপ দেন। প্রকল্প পরিচালক জুবায়দুল আলম বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন অস্ত্রসহ এসে ভয় দেখিয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের প্রস্তাব অস্বীকার করেছি। পুরোনো, নিম্নমানের জাহাজ আনলে দেশ ক্ষতিগ্রস্ত হতো। তা ছাড়া পরে অনিয়মের জন্য দুদকে আমার বিরুদ্ধে মামলা হতো।’
অভিযোগের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান কম্পিউটার ওয়ার্ল্ড বিডির মালিক লিয়াকত সিকদারকে ফোন করা হলে তিনি পরে কথা বলবেন বলে লাইন কেটে দেন। পরে তিনি আর কল করেননি।
প্রকল্পের সার্বিক বিষয়ে জানতে চাইলে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ বলেন, ‘পরিকল্পনা কমিশনের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, টুনা প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে না। তবে আমরা মন্ত্রণালয়ের (মৎস্য ও প্রাণিসম্পদ) মাধ্যমে প্রকল্পের কার্যক্রম সম্প্রসারণের (মেয়াদ) চেষ্টা করছি।’
দীর্ঘদিনের কর্তৃত্ববাদী শাসনের অবসান হয়েছিল গত বছরের ৫ আগস্ট ছাত্র-গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনে। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ চালানোর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। সমাজে আর মানুষের মনে জেগেছিল পাহাড়সম প্রত্যাশা। সেই সরকারের এক বছর পূর্ণ হচ্ছে আজ। মানুষ হিসাব করছে—কী চেয়েছিলাম
৬ ঘণ্টা আগেজুলাই গণ-অভ্যুত্থানের পর গত বছরের ৮ আগস্ট দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের এক বছরে ৬৯টি অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এই সময়ে নতুন করা হয়েছে ৯টি অধ্যাদেশ।
৬ ঘণ্টা আগেবাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে অনুমোদিত পদের চেয়ে অতিরিক্ত ৩১৮ জন কর্মকর্তা কর্মরত। অতিরিক্ত এসব কর্মকর্তা রয়েছেন উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদে। তাঁদের অনেকে পদোন্নতি পেলেও দায়িত্ব পাচ্ছেন না। আবার অতিরিক্ত পদোন্নতির কারণে বেতন-ভাতায় সরকারের খরচ বেড়েছে।
৬ ঘণ্টা আগেরাতের ট্রেনযাত্রায় কেবিনে যাত্রীদের ঘুমানোর জন্য দেওয়া হয় বেডিং (চাদর, বালিশ, কম্বল)। এ জন্য টাকা টিকিটের সঙ্গে অন্তর্ভুক্ত থাকে। এই বেডিং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এবং মান উন্নয়নের জন্য চার্জ বাড়ানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ রেলওয়ে। এই বেডিং চার্জ বাড়ালে কেবিনের টিকিটের দাম, অর্থাৎ ভাড়াও বাড়বে।
৬ ঘণ্টা আগে