Ajker Patrika

প্রধান উপদেষ্টাকে সেনাবাহিনীর সঙ্গে টানাপোড়েন কমানোর পরামর্শ নেতাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের বিদ্যমান পরিস্থিতিতে দুই দিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ কয়েকটি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। গতকাল যমুনায়। ছবি: প্রেস উইং
দেশের বিদ্যমান পরিস্থিতিতে দুই দিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে গণঅধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ কয়েকটি দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। গতকাল যমুনায়। ছবি: প্রেস উইং

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে টানাপোড়েন নিরসনে প্রধান উপদেষ্টাকে নানা পরামর্শ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। একটি প্রতিনিধিদলের মাধ্যমে দলগুলোর সঙ্গে নিয়মিত সংলাপ, সামরিক বাহিনীর আস্থাভাজন হওয়া এবং বিতর্কিত উপদেষ্টাদের অপসারণসহ একাধিক প্রস্তাব এসেছে বৈঠকে। একই সঙ্গে প্রধান উপদেষ্টাকে সহায়তা এবং নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম করার আশ্বাস দিয়েছেন নেতারা।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমন্বয় করতে একটি প্রতিনিধিদল ঠিক করতে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছেন জানিয়ে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার জন্য টিম না করায় বিএনপির সঙ্গে আপনার টানাপোড়েন এবং সেনাবাহিনীর সঙ্গে টানাপোড়েন। এটা জাতির কাছে স্পষ্ট হয়ে গেছে। এবি পার্টির পক্ষ বলেছি, সমঝোতার জায়গা বা যেভাবে হোক, এটাকে সুবিধাজনক জায়গায় নিতে হবে।’

দেশ ও জাতির প্রয়োজনে ড. ইউনূসকে প্রধান উপদেষ্টা করার কথা জানিয়ে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আপনার ওপর যে বিভিন্ন রকমের মানসিক নির্যাতন চলছে, তা আমরা অনুভব করছি। আপনাকে যে সহজভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না, তা-ও বুঝতে পারছি। আমরা উনাকে বলেছি, আপনি যদি পরাজিত হন, তাহলে আমরাও পরাজিত হবে। তবে মাঝপথে আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, এটা কোনোভাবেই হতে পারে না, এটা আপনি মাথায় আনবেন না।’

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন ২০২৬ সালের জুনের ৩০ তারিখের পরে তাঁদের কেউ থাকবেন না। ওনার সঙ্গে কথা বলে আমাদের ভেতর যে একটা ভয় ছিল, তা কেটে গেছে। পাশাপাশি আমরা বলেছি, যে বিষয়গুলোয় বিতর্ক সৃষ্টি হয়, সে বিষয়ে আপনারা সতর্ক হয়ে সিদ্ধান্ত নেবেন।’

হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন, ‘আমরা অবাক হয়েছি, যে স্বৈরাচার সরকার হেফাজতের আন্দোলনের সময় হেফাজতের ওপর হামলা করে, তাদের নামেই মামলা দেওয়া হয়েছে। কিন্তু গত ৯ মাসেও এসব মামলা প্রত্যাহার হয়নি। তাই আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, আগামী ছয় মাসের মধ্যে যেন এই মামলাগুলো প্রত্যাহার করা হয়। পাশাপাশি আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, কোরআন-সুন্নাহর বাইরে কোনো প্রস্তাবনা বাংলাদেশে পাস যেন না হয়।’

প্রধান উপদেষ্টাকে সহযোগিতার আশ্বাস দেওয়ার কথা জানিয়ে মামুনুল হক বলেন, ‘আমরা যদি উনাকে সহযোগিতা করি, তাহলে তুমি উনি দেশ ও জাতিকে একটা গন্তব্যে পৌঁছে দিয়ে উনার দায়িত্ব শেষ করবেন। পাশাপাশি দেশ ও আন্তর্জাতিক মহলের সবার কাছে তিনি একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান। উনি আমাদের কঠিনভাবে ব্যক্ত করেছেন, ২০২৬ সালের জুনের ৩০ তারিখের পর এক ঘণ্টাও উনি ক্ষমতায় থাকবেন না; এর আগেই তিনি নির্বাচন শেষ করবেন।’

মামুনুল হক বলেন, ‘আমরা বলেছি শাপলা চত্বর থেকে শুরু করে জুলাই বিপ্লব পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে, সেখানে হাসিনাসহ তার প্রধান সহযোগীদের বিচার কার্যক্রম যেন দৃশ্যমানভাবে অগ্রগতি হয় আমরা বলেছি; উনিও আমাদের এ বিষয়ে আশ্বস্ত করেছেন। অতি দ্রুত আমরা এ বিষয়ে একটু সুসংবাদ পাব। আমরা আশা করছি, অতি দ্রুত কার্যক্রমের ভেতর দু-একটা হলেও বিচার কার্যক্রম সম্পন্ন হবে বা মানুষের সামনে দৃশ্যমান হবে।’

উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র উপদেষ্টাকে সরিয়ে দিলে সরকারের ভাবমূর্তি রক্ষা পাবে উল্লেখ করে নুরুল হক নূর বলেন, ‘একটা মহল সামরিক বাহিনীসহ প্রশাসনকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, আপনি সামরিক বাহিনীসহ প্রশাসনকে আস্থায় নিয়ে কাজ করবেন। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের যে একটা দূরত্ব তৈরি হয়েছে, সে বিষয়ে তিনি কিছুটা হতাশা ব্যক্ত করেছেন এবং বলেছেন, ভবিষ্যতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক ঘন ঘন হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

শুধু নোটিশে চাকরি হারাবেন সরকারি কর্মচারীরা, আপিলের সুযোগ নেই

সদরপুরে অসহায় পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টা, যুবক গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত