নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনি রিসালদার (বরখাস্ত) মোসলেহ উদ্দিনের ছয় সন্তান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে বাবার নাম পরিবর্তন করেছেন। সেই এনআইডি দিয়ে তাঁরা পাসপোর্টও বানিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে।
এই ঘটনা তদন্তের জন্য গত ২১ মে জাতীয় পরিচয় অনুবিভাগের মহাপরিচালককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যার আসামি রিসালদার মোসলেহ উদ্দিন নাম পরিবর্তন করে মো. রফিকুল ইসলাম খান নামে পরিচিত হয়েছেন এবং পলাতক রয়েছেন মর্মে এনটিএমসি থেকে পাওয়া পত্রে উল্লেখ করা রয়েছে। তাঁর ছয় ছেলেমেয়ে জাতীয় পরিচয়পত্রে বাবার নাম বদল করে মো. রফিকুল ইসলাম খান উল্লেখ করেছেন। সংশোধিত এনআইডির মাধ্যমে তিন ছেলেমেয়ে পাসপোর্ট এবং এক ছেলে ড্রাইভিং লাইসেন্সও করেছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, মোসলেহ উদ্দিনের ছেলেমেয়ের এনআইডি, পাসপোর্ট এবং অন্যান্য জাতীয় ডেটাবেইসে বাবার নাম পরিবর্তনের বিষয়টি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ মর্মে পত্রে উল্লেখ করা রয়েছে। মোসলেহ উদ্দিনের ছেলেমেয়ের এনআইডিতে বাবার নাম পরিবর্তনের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এ সংক্রান্ত চিঠির বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম আজকের পত্রিকাকে বলেন, এনটিএমসি থেকে একটি তথ্য জানতে চেয়েছে। ওনারা ২০০৬–০৭ সালে নরসিংদীতে আবেদন করেছেন। এখন মাঠপর্যায় থেকে তথ্য আনব, তারপর বলতে পারব।
ইসি সচিব বলেন, ‘ওই সময়ের আবেদনগুলো স্ক্যান করা নেই। ওনারা পরিবর্তন করেছেন নাকি প্রথমেই ওই নামে করেছেন, এটিতো এখনই বলা যাচ্ছে না।’
জাতির পিতা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনি রিসালদার (বরখাস্ত) মোসলেহ উদ্দিনের ছয় সন্তান জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করে বাবার নাম পরিবর্তন করেছেন। সেই এনআইডি দিয়ে তাঁরা পাসপোর্টও বানিয়েছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে।
এই ঘটনা তদন্তের জন্য গত ২১ মে জাতীয় পরিচয় অনুবিভাগের মহাপরিচালককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও ১৯৭৫ সালের ৩ নভেম্বর জেল হত্যার আসামি রিসালদার মোসলেহ উদ্দিন নাম পরিবর্তন করে মো. রফিকুল ইসলাম খান নামে পরিচিত হয়েছেন এবং পলাতক রয়েছেন মর্মে এনটিএমসি থেকে পাওয়া পত্রে উল্লেখ করা রয়েছে। তাঁর ছয় ছেলেমেয়ে জাতীয় পরিচয়পত্রে বাবার নাম বদল করে মো. রফিকুল ইসলাম খান উল্লেখ করেছেন। সংশোধিত এনআইডির মাধ্যমে তিন ছেলেমেয়ে পাসপোর্ট এবং এক ছেলে ড্রাইভিং লাইসেন্সও করেছেন।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, মোসলেহ উদ্দিনের ছেলেমেয়ের এনআইডি, পাসপোর্ট এবং অন্যান্য জাতীয় ডেটাবেইসে বাবার নাম পরিবর্তনের বিষয়টি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ মর্মে পত্রে উল্লেখ করা রয়েছে। মোসলেহ উদ্দিনের ছেলেমেয়ের এনআইডিতে বাবার নাম পরিবর্তনের বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চিঠিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
এ সংক্রান্ত চিঠির বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম আজকের পত্রিকাকে বলেন, এনটিএমসি থেকে একটি তথ্য জানতে চেয়েছে। ওনারা ২০০৬–০৭ সালে নরসিংদীতে আবেদন করেছেন। এখন মাঠপর্যায় থেকে তথ্য আনব, তারপর বলতে পারব।
ইসি সচিব বলেন, ‘ওই সময়ের আবেদনগুলো স্ক্যান করা নেই। ওনারা পরিবর্তন করেছেন নাকি প্রথমেই ওই নামে করেছেন, এটিতো এখনই বলা যাচ্ছে না।’
রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
৪২ মিনিট আগেসব ঠিক থাকলে মাস ছয়েক পরে জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর জোরেশোরে বইছে নির্বাচনী হাওয়া। প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচনের কাজে সংশ্লিষ্ট সব সংস্থা। পুলিশও প্রস্তুতি নিচ্ছে তাদের দায়িত্ব পালনে। এ জন্য ভোটের মাঠে যেসব উপপরিদর্শক (এসআই) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) দায়িত্ব পালন করবেন,
১ ঘণ্টা আগেগত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা।
৬ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, সরকার গণমাধ্যমে স্বচ্ছতা, সুরক্ষা ও স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে এই মূল্যবোধ সংরক্ষণ ও বৃদ্ধির জন্য সব অংশীজনের একসঙ্গে কাজ করা দরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যমে সম্পাদকীয়, পরিচালনাগত বা ব্যবসায়িক দিকগুলোতে হস্তক্ষেপ করেনি।
৭ ঘণ্টা আগে