Ajker Patrika

কোস্টগার্ডের দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কোস্টগার্ডের দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক

বাংলাদেশ কোস্টগার্ডের ১৩তম মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নৌ-বাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত ১৭ আগস্ট অ্যাডমিরাল এম আশরাফুল হক চৌধুরীকে বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়। 

অ্যাডমিরাল আশরাফুল হক জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পর্যবেক্ষক হিসেবে সুদানে দায়িত্ব পালন করেছেন। গত ৭ ফেব্রুয়ারি ২০২১ তারিখে তিনি রিয়ার অ্যাডমিরাল পদে উন্নীত হন এবং বর্তমান নিযুক্তি প্রাপ্তির পূর্বে তিনি খুলনা নৌ অঞ্চলের কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত