রংপুর প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘উচ্চ আদালত অলরেডি কোটা বাতিল করে দিয়েছেন। সেখানে ৭ পারসেন্টের ৫ পারসেন্ট মুক্তিযোদ্ধা কোটা। আমরা যাঁরা মুক্তিযোদ্ধা, আমাদের ছেলে-মেয়েদের বয়স কিন্তু ৩০ বছর পার হয়ে গেছে অনেক আগে। কাজেই আমাদের জন্য আর কোটা নাই। সেই ক্ষেত্রেও আমরা কিছু বলি নাই। সে হিসেবে আমাদের মুক্তিযোদ্ধা কোটা এখন নাই।’
মন্ত্রী বলেন, ‘এখন শুধু ২ পারসেন্ট কোটা, ৯৮ পারসেন্ট মেধায় আসবে। এরপরও ছাত্রনেতাদের বলতে শুনলাম না, আমাদের আন্দোলন আমরা বন্ধ করলাম, কালকে থেকে আমরা ইউনিভার্সিটি, কলেজে ফিরে যেতে চাই সেই ব্যবস্থা করেন।’
আজ বৃহস্পতিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা (শিক্ষার্থীরা) আরও যেসব দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সেগুলো তিনি দেখবেন, ব্যবস্থা নেবেন। তিনি বিচার বিভাগীয় কমিশন তৈরি করেছেন। যে হত্যা, ধ্বংস, অত্যাচার, সম্পদ বিনষ্ট হয়েছে তার একটা প্রতিবেদন দেওয়ার জন্য। কাজেই আমরা এখন কারও নামে উষ্মা, কারও নামে কিছু বলতে চাই না। প্রতিবেদনটা আসলে দেশে এবং বিদেশে যাঁরা নানা রকম কথা বলছেন, সবাই সেগুলো দেখতে পারবেন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি একটি কথাই বলতে চাই। ছাত্রনেতাদের আমি সব সময় বলছি, তোমরা ভুল বুঝেছ। এখনো যদি তোমরা ভুল করে থাক, তাহলে এই যে ক্ষতিগুলো হলো, যে সম্পদ নষ্ট হলো, মানুষের জান গেল, এর দায়িত্ব কে নেবে। নিজেকে প্রশ্ন কর? তারপরে সিদ্ধান্ত নাও।’
সভায় আরো বক্তব্য দেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি, নাছিমা জামান ববি এমপি ও মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান। এ সময় রংপুরে সংঘর্ষ ও ভাঙচুরের প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন ডিসি মোহাম্মদ মোবাশ্বের হাসান।
এর আগে দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে নগরীর সিও বাজার এলাকায় বিজিবির সদরদপ্তরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার নিয়ে তিনি পরিদর্শন করেন দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া তাজহাট থানা, রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিসির বাংলো, মহানগর ডিবি অপরাধ কার্যালয়, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়, পরিবার পরিকল্পনা ভবন।
এ সময় সঙ্গে ছিলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘উচ্চ আদালত অলরেডি কোটা বাতিল করে দিয়েছেন। সেখানে ৭ পারসেন্টের ৫ পারসেন্ট মুক্তিযোদ্ধা কোটা। আমরা যাঁরা মুক্তিযোদ্ধা, আমাদের ছেলে-মেয়েদের বয়স কিন্তু ৩০ বছর পার হয়ে গেছে অনেক আগে। কাজেই আমাদের জন্য আর কোটা নাই। সেই ক্ষেত্রেও আমরা কিছু বলি নাই। সে হিসেবে আমাদের মুক্তিযোদ্ধা কোটা এখন নাই।’
মন্ত্রী বলেন, ‘এখন শুধু ২ পারসেন্ট কোটা, ৯৮ পারসেন্ট মেধায় আসবে। এরপরও ছাত্রনেতাদের বলতে শুনলাম না, আমাদের আন্দোলন আমরা বন্ধ করলাম, কালকে থেকে আমরা ইউনিভার্সিটি, কলেজে ফিরে যেতে চাই সেই ব্যবস্থা করেন।’
আজ বৃহস্পতিবার রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা (শিক্ষার্থীরা) আরও যেসব দাবি করেছিলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সেগুলো তিনি দেখবেন, ব্যবস্থা নেবেন। তিনি বিচার বিভাগীয় কমিশন তৈরি করেছেন। যে হত্যা, ধ্বংস, অত্যাচার, সম্পদ বিনষ্ট হয়েছে তার একটা প্রতিবেদন দেওয়ার জন্য। কাজেই আমরা এখন কারও নামে উষ্মা, কারও নামে কিছু বলতে চাই না। প্রতিবেদনটা আসলে দেশে এবং বিদেশে যাঁরা নানা রকম কথা বলছেন, সবাই সেগুলো দেখতে পারবেন।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি একটি কথাই বলতে চাই। ছাত্রনেতাদের আমি সব সময় বলছি, তোমরা ভুল বুঝেছ। এখনো যদি তোমরা ভুল করে থাক, তাহলে এই যে ক্ষতিগুলো হলো, যে সম্পদ নষ্ট হলো, মানুষের জান গেল, এর দায়িত্ব কে নেবে। নিজেকে প্রশ্ন কর? তারপরে সিদ্ধান্ত নাও।’
সভায় আরো বক্তব্য দেন সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি, নাছিমা জামান ববি এমপি ও মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান। এ সময় রংপুরে সংঘর্ষ ও ভাঙচুরের প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন ডিসি মোহাম্মদ মোবাশ্বের হাসান।
এর আগে দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে নগরীর সিও বাজার এলাকায় বিজিবির সদরদপ্তরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার নিয়ে তিনি পরিদর্শন করেন দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া তাজহাট থানা, রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিসির বাংলো, মহানগর ডিবি অপরাধ কার্যালয়, নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ি, জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়, পরিবার পরিকল্পনা ভবন।
এ সময় সঙ্গে ছিলেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।
জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে মামলা লড়তে আবেদন করেছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। সেই আবেদন খারিজ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন, ‘আপনি ট্রেন মিস করেছেন।’
২৯ মিনিট আগেসচিবালয়ের ভেতরে মিছিল, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করেছে সরকার। যদিও সরকারি কর্মচারীরা দলবদ্ধভাবে আন্দোলনে অংশ নিলে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।
৩৫ মিনিট আগেদেশে গত জুলাই মাসে ৫০৬টি সড়ক দুর্ঘটনায় ৫২০ জন নিহত এবং ১৩৫৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৬২টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬৯ জন এবং আহত হয়েছেন ১৪৪ জন। যা মোট দুর্ঘটনার ৩২ দশমিক শূন্য ১ শতাংশ, নিহতের ৩২ দশমিক ৫০ শতাংশ এবং আহতের ১০ দশমিক ৬১ শতাংশ।
১ ঘণ্টা আগেমাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় স্থগিত হওয়া জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনের নতুন সূচি ঘোষণা করেছে সরকার। ১৮ থেকে ২৪ আগস্ট সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন করা কবে। এর লক্ষ্য, দেশের মৎস্যসম্পদ বৃদ্ধি, সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা তৈরি করা।
১ ঘণ্টা আগে