Ajker Patrika

ঈদের ৪ দিন আগে থেকে চলবে ক্যাটল ট্রেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঈদের ৪ দিন আগে থেকে চলবে ক্যাটল ট্রেন

কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে এবার ঈদে বিশেষ ‘ক্যাটল ট্রেন’ পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আসন্ন ঈদুল আজহার ৪ দিন আগে থেকে থেকে পশু পরিবহনের জন্য এই ক্যাটল ট্রেন চলাচল শুরু হবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

রেলওয়ের বাণিজ্যিক বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘গত সপ্তাহে দেশের বিভিন্ন জায়গার পশু ব্যবসায়ীদের সঙ্গে আলোচলা হয়েছে ট্রেনে পশু পরিবহনের জন্য। তাদের চাহিদা অনুযায়ী প্রথমে দুটি ট্রেন পরিচালনা করা হবে। পশু পরিবহনের চাহিদা থাকলে আরও একটি ট্রেন চালানো হতে পারে।’ 

এদিকে ক্যাটল ট্রেন চলার রুট সম্পর্কে জানা গেছে, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার, ইসলামপুর, জামালপুর, ময়মনসিংহ হয়ে ঢাকায় আসবে ক্যাটল ট্রেন। পশু নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে দুপুর ৩টা ১৫ মিনিতে ট্রেনটি ছেড়ে এসে পরের দিন সকাল ৬টায় ঢাকার কমলাপুরে পৌঁছাবে। একটি ট্রেনে মোট ৪০০ পশু পরিবহন করা যাবে। 

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, প্রান্তিক খামারিদের উৎসাহ প্রদান ও কোরবানির পশু সহজে ভোক্তাদের নিকট পৌঁছে দেওয়ার জন্য খুব স্বল্প মূল্যে পশু পরিবহনের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। 

গত বছরও পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু পরিবহনে এই বিশেষ ট্রেন চালু করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত