উপদেষ্টা পরিষদের সভা
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচন, বিচার ও সংস্কার—এই তিনটি দায়িত্বের পথচলায় বারবার বাধা আসছে। তবে তা আর মেনে নেবে না অন্তর্বর্তী সরকার। সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ বার্তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে ওই সভা হয়।
বৈঠকে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা পক্ষের অযৌক্তিক দাবি, উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচি ও এখতিয়ারবহির্ভূত মন্তব্যের মাধ্যমে স্বাভাবিক প্রশাসনিক পরিবেশকে যেভাবে ব্যাহত করা হচ্ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এসব কর্মকাণ্ড জনমনে সংশয় ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিমত দেন উপদেষ্টারা।
সভা শেষে প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সরকার মনে করছে, এ অবস্থায় নির্বাচন, বিচার ও সংস্কারকে এগিয়ে নিতে এবং দেশকে দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল গন্তব্যে পৌঁছাতে একটি ‘বৃহত্তর ঐক্য’ অপরিহার্য। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে অন্তর্বর্তী সরকার এবং তাঁর অবস্থান পরিষ্কারভাবে জানাবে বলেও জানানো হয়।
উপদেষ্টা পরিষদের বক্তব্যে বলা হয়, ‘শত বাধার মধ্যেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু যদি এই দায়িত্ব পালনে ইচ্ছাকৃত প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়—পরাজিত শক্তির প্ররোচনায় অথবা বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে—তবে সরকার তা আর চুপচাপ মেনে নেবে না। সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করেই অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করেছিল বলে বৈঠকে মনে করিয়ে দেওয়া হয়। তবে সরকারের স্বকীয়তা, বিচার ও সংস্কারপ্রক্রিয়া এবং সুষ্ঠু নির্বাচনের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না বলেও সাফ জানিয়ে দেয় উপদেষ্টা পরিষদ।
এনইসি সম্মেলনকক্ষে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত একনেক সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। একনেক সভা শেষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়ে চলে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত।
উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকের পর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, আমাদের সঙ্গে থাকছেন। তিনি পদত্যাগ করবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের ওপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি। এ দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারব না।’
নির্বাচন, বিচার ও সংস্কার—এই তিনটি দায়িত্বের পথচলায় বারবার বাধা আসছে। তবে তা আর মেনে নেবে না অন্তর্বর্তী সরকার। সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এ বার্তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে ওই সভা হয়।
বৈঠকে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা পক্ষের অযৌক্তিক দাবি, উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচি ও এখতিয়ারবহির্ভূত মন্তব্যের মাধ্যমে স্বাভাবিক প্রশাসনিক পরিবেশকে যেভাবে ব্যাহত করা হচ্ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এসব কর্মকাণ্ড জনমনে সংশয় ও বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও অভিমত দেন উপদেষ্টারা।
সভা শেষে প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সরকার মনে করছে, এ অবস্থায় নির্বাচন, বিচার ও সংস্কারকে এগিয়ে নিতে এবং দেশকে দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল গন্তব্যে পৌঁছাতে একটি ‘বৃহত্তর ঐক্য’ অপরিহার্য। এ লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে অন্তর্বর্তী সরকার এবং তাঁর অবস্থান পরিষ্কারভাবে জানাবে বলেও জানানো হয়।
উপদেষ্টা পরিষদের বক্তব্যে বলা হয়, ‘শত বাধার মধ্যেও গোষ্ঠীস্বার্থকে উপেক্ষা করে সরকারের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু যদি এই দায়িত্ব পালনে ইচ্ছাকৃত প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়—পরাজিত শক্তির প্ররোচনায় অথবা বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে—তবে সরকার তা আর চুপচাপ মেনে নেবে না। সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করেই অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করেছিল বলে বৈঠকে মনে করিয়ে দেওয়া হয়। তবে সরকারের স্বকীয়তা, বিচার ও সংস্কারপ্রক্রিয়া এবং সুষ্ঠু নির্বাচনের পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তাহলে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না বলেও সাফ জানিয়ে দেয় উপদেষ্টা পরিষদ।
এনইসি সম্মেলনকক্ষে বেলা ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত একনেক সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে অন্তর্বর্তী সরকারের অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। একনেক সভা শেষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়ে চলে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত।
উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকের পর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, আমাদের সঙ্গে থাকছেন। তিনি পদত্যাগ করবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের ওপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি। এ দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারব না।’
আগামী বছরের মধ্য ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচনের পর যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন, তাঁর জন্য বাসভবন প্রস্তুতের কার্যক্রম শুরু করেছে সরকার। তবে স্থায়ী নিবাস তৈরি না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত...
৮ মিনিট আগেআগামী বছরের মধ্য ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। ওই নির্বাচন সামনে রেখে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিসহ কয়েকটি ইস্যুতে বিপরীতমুখী অবস্থান নিয়েছে দুই বড় দল বিএনপি ও জামায়াতে ইসলামী। আলোচনার টেবিলে সমাধান না আসায় বিরোধ গড়িয়েছে রাজপথে।
১৬ মিনিট আগেটঙ্গীর কেমিক্যাল অগ্নিদুর্ঘটনায় আহত হয়ে জাতীয় বার্ন ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য সিঙ্গাপুর থেকে ডক্টর চং সি জ্যাক বাংলাদেশে এসে পৌঁছেছেন। চং সি জ্যাক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় বার্ন ইনস্টিটিউট...
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মী শামিম আহমেদের (৪২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টা এক শোকবার্তায় শামীম আহমেদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের...
১ ঘণ্টা আগে