নিজস্ব প্রতিবেদক ঢাকা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি ৩৪ দিন। নির্বাচনের আগের দিনগুলো গুরুত্বপূর্ণ। এ সময় সতর্কতার সঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে এসে বিভাগের সম্মেলনকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠকের শুরুতে পলক এই আহ্বান জানান।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে তাঁকে ফুল দিয়ে বরণ করেন। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং অধীন দপ্তর-সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৩৪ দিন অনেক গুরুত্বপূর্ণ। আমি সবাইকে অনুরোধ করব, এই গুরুত্বপূর্ণ সময়ে আপনারা সবাই সতর্কতার সঙ্গে আপনাদের দায়িত্ব পালন করবেন।’
প্রতিমন্ত্রী বলেন, ডাক ও টেলিযোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। টেলিকম কমিউনিকেশন চলমান না থাকলে দেশের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য—সবকিছুই কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে।
প্রধানমন্ত্রীকে বিভিন্ন দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘দুর্ভাগ্যবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ১৫ বছরের অর্ধেকটা সময় কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কিংবা মনুষ্যসৃষ্ট দুর্যোগের মোকাবিলা করতে হয়েছে। একদিকে ২০১৩, ১৪, ১৫ তিন বছর অগ্নি-সন্ত্রাস, গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করার জন্য রাজনৈতিক আন্দোলনের নামে ভাঙচুর, মানুষ পোড়ানো, বাস পোড়ানো এগুলো চলেছে। তারপর ২০১৭, ১৮, ১৯—এই তিনটা বছর উনি নির্বিঘ্নে দেশের মানুষের জন্য কাজ করতে পেরেছেন। এরপর ২০২০-২১ আবার কিন্তু করোনা। আবার ২০২২-২৩ একবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ আরেকবার ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। সবকিছু মিলিয়ে খেয়াল করে দেখবেন যে ১৫ বছরের অর্ধেকটা সময় কিন্তু মনুষ্যসৃষ্ট এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে প্রধানমন্ত্রীকে।’
বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি নিয়ে পলক বলেন, ‘এখন আমরা দেখছি, হরতাল-অবরোধের নামে একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক গোষ্ঠী দেশি-বিদেশি চক্রান্ত ও ষড়যন্ত্র করে প্রতিদিন নিরীহ মানুষের ওপরে আক্রমণ করছে। অত্যন্ত নিরীহ একজন ট্রাক ড্রাইভার মারা গেছে। অসংখ্য গাড়ি পোড়াচ্ছে, রাস্তা অবরোধ করছে।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি ৩৪ দিন। নির্বাচনের আগের দিনগুলো গুরুত্বপূর্ণ। এ সময় সতর্কতার সঙ্গে কাজ করতে হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে এসে বিভাগের সম্মেলনকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠকের শুরুতে পলক এই আহ্বান জানান।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে তাঁকে ফুল দিয়ে বরণ করেন। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং অধীন দপ্তর-সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ৩৪ দিন অনেক গুরুত্বপূর্ণ। আমি সবাইকে অনুরোধ করব, এই গুরুত্বপূর্ণ সময়ে আপনারা সবাই সতর্কতার সঙ্গে আপনাদের দায়িত্ব পালন করবেন।’
প্রতিমন্ত্রী বলেন, ডাক ও টেলিযোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভাগ। টেলিকম কমিউনিকেশন চলমান না থাকলে দেশের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য—সবকিছুই কিন্তু ঝুঁকির মধ্যে পড়বে।
প্রধানমন্ত্রীকে বিভিন্ন দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে জানিয়ে জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘দুর্ভাগ্যবশত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ১৫ বছরের অর্ধেকটা সময় কিন্তু প্রাকৃতিক দুর্যোগ কিংবা মনুষ্যসৃষ্ট দুর্যোগের মোকাবিলা করতে হয়েছে। একদিকে ২০১৩, ১৪, ১৫ তিন বছর অগ্নি-সন্ত্রাস, গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত করার জন্য রাজনৈতিক আন্দোলনের নামে ভাঙচুর, মানুষ পোড়ানো, বাস পোড়ানো এগুলো চলেছে। তারপর ২০১৭, ১৮, ১৯—এই তিনটা বছর উনি নির্বিঘ্নে দেশের মানুষের জন্য কাজ করতে পেরেছেন। এরপর ২০২০-২১ আবার কিন্তু করোনা। আবার ২০২২-২৩ একবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ আরেকবার ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ। সবকিছু মিলিয়ে খেয়াল করে দেখবেন যে ১৫ বছরের অর্ধেকটা সময় কিন্তু মনুষ্যসৃষ্ট এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়েছে প্রধানমন্ত্রীকে।’
বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি নিয়ে পলক বলেন, ‘এখন আমরা দেখছি, হরতাল-অবরোধের নামে একটা রাজনৈতিক দল, একটা রাজনৈতিক গোষ্ঠী দেশি-বিদেশি চক্রান্ত ও ষড়যন্ত্র করে প্রতিদিন নিরীহ মানুষের ওপরে আক্রমণ করছে। অত্যন্ত নিরীহ একজন ট্রাক ড্রাইভার মারা গেছে। অসংখ্য গাড়ি পোড়াচ্ছে, রাস্তা অবরোধ করছে।’
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
১০ মিনিট আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
৩ ঘণ্টা আগেএকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার নারী নির্যাতন-সংক্রান্ত একটি অভিযোগ প্রচার হয়েছে। তবে বিষয়টি প্রচারিত হওয়ার আগেই সেনাবাহিনী জানতে পেরে গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম
৪ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
১০ ঘণ্টা আগে