নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভোরের সোনা আলো বটের পাতার ফাঁক দিয়ে ঝিলিক দিচ্ছে। নতুন বছরের সূর্যের আলোকচ্ছটা ঠিকরে বেরোতেই বাদ্যযন্ত্রে বেজে উঠল সুর। শিল্পী সুপ্রিয়া দাশের কণ্ঠে ভৈরবী রাগালাপ দিয়ে ছায়ানট আবাহন করল নতুন বছরের।
আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। নতুন বাংলা বর্ষ ১৪৩২ বরণ করে নিতে রমনার বটমূলে ছায়ানটের দেড় শতাধিক শিল্পী নতুন বছরকে স্বাগত জানান গান আর কথনে। সদ্যগত বছরের জরা-ক্লান্তি কাটিয়ে নতুন প্রত্যয়ে শুরু হলো নতুন বছর।
বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে চলছে বর্ষবরণের নানা আয়োজন। ভোর সোয়া ৬টায় ছায়ানটের বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর থেকেই রাস্তায় বেরিয়ে পড়েছে শিশু-কিশোর-যুবা-বৃদ্ধা। পরনে বাহারি পাঞ্জাবি। লাল পেড়ে সাদা শাড়ি পরে নতুন বছরকে স্বাগত জানাতে উপস্থিত। বর্ষবরণের এমন সুরের মূর্ছনায় অজান্তেই ঠোঁট মেলাচ্ছেন তাঁরা। একেকটি পরিবেশনা শেষ হতে চলছে করতালি।
ছায়ানটের এবারের আয়োজনে পুরুষ শিল্পীদের পোশাক মেরুন রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। নারীদের মেরুন পাড়ের অফ হোয়াইট শাড়ি।
শুরুর পর থেকেই গান, যন্ত্রসংগীত আর কবিতার মধ্য দিয়ে চলছে আয়োজন। একে একে গাওয়া হয়’ নূতন প্রাণ দাও, প্রাণসখা’, ’ তিমির দুয়ার খোলো’, ’ আপনারে দিয়ে রচিলি রে কি এ’, ’ তুমি প্রভাতের সকরুণ ভৈরবী’, ’ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়’, ’সকল কলুষতামসহর, জয় হোক তব জয়’, ’ তোর ভেতরে জাগিয়া কে যে’, ’ জগতের নাথ করো পার হে’, আইজ আইলো রে বছর ঘুরি’সহ বেশ কিছু গান।
গাওয়া হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, লালন, সলিল চৌধুরীর গান। ‘ঝড়ের খেয়া’ ও ’সভ্যতা’র নির্বাচিত অংশ এবং ’দাও শৌর্য দাও ধৈর্য’ আবৃত্তি করা হয়।
সংগীতে অংশগ্রহণ করেন লাইসা আহমদ লিসা, খায়রুল আনাম শাকিল, সেঁজুতি বড়ুয়া, সুস্মিতা দেবনাথ শুচি, চন্দনা মজুমদারসহ ছায়ানটের শিল্পীরা।
ছায়ানটের এবারের বর্ষবরণের বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, ‘বাঙালির স্বাধিকার অর্জনের সংগ্রামে অনন্য মাত্রা যুক্ত করেছে ধর্ম-বর্ণ নির্বিশেষে এই অসাম্প্রদায়িক উৎসব, নতুন বাংলা বছরকে বরণ করার আয়োজন। আমরা এক আলোকিত দেশ ও সমাজের স্বপ্ন দেখি, যে দেশের মানুষ সর্বজনের শান্তি-স্বস্তি-নিরাপত্তা নিশ্চিত করে ধর্ম-জাতি-বিত্তের বিভাজন ভাঙবে, গড়বে উদার সম্প্রীতির সহিষ্ণু সমাজ।’
তিনি আরও বলেন, ’নববর্ষের উষালগ্নে, আজ চোখ ফেলি হিসেব-নিকেশের হালখাতায়। একদিকে মুক্তির জন-আকাঙ্ক্ষা অর্জনের প্রত্যাশা, অন্যদিকে পীড়াদায়ক বিদ্বেষ-বিভক্তি, নারী-শিশুর অমানবিক মর্যাদাহানি ও অপরিণামদর্শী অসহিষ্ণুতা। সকল অতৃপ্তি প্রতিবিধানের দায় রাষ্ট্রের, তবে সমাজকেও সে দায় নিতে হয় বৈকি। সকলে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, মুক্তচিন্তার নির্ভয় প্রকাশ, আবহমান সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে, মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে-ই।’
ছায়ানট বৈশাখের আবাহন থেকে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ জানায়। সেখানে নিহত মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
ভোরের সোনা আলো বটের পাতার ফাঁক দিয়ে ঝিলিক দিচ্ছে। নতুন বছরের সূর্যের আলোকচ্ছটা ঠিকরে বেরোতেই বাদ্যযন্ত্রে বেজে উঠল সুর। শিল্পী সুপ্রিয়া দাশের কণ্ঠে ভৈরবী রাগালাপ দিয়ে ছায়ানট আবাহন করল নতুন বছরের।
আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথম দিন। নতুন বাংলা বর্ষ ১৪৩২ বরণ করে নিতে রমনার বটমূলে ছায়ানটের দেড় শতাধিক শিল্পী নতুন বছরকে স্বাগত জানান গান আর কথনে। সদ্যগত বছরের জরা-ক্লান্তি কাটিয়ে নতুন প্রত্যয়ে শুরু হলো নতুন বছর।
বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে চলছে বর্ষবরণের নানা আয়োজন। ভোর সোয়া ৬টায় ছায়ানটের বর্ষবরণের আনুষ্ঠানিকতা শুরু হয়। ভোর থেকেই রাস্তায় বেরিয়ে পড়েছে শিশু-কিশোর-যুবা-বৃদ্ধা। পরনে বাহারি পাঞ্জাবি। লাল পেড়ে সাদা শাড়ি পরে নতুন বছরকে স্বাগত জানাতে উপস্থিত। বর্ষবরণের এমন সুরের মূর্ছনায় অজান্তেই ঠোঁট মেলাচ্ছেন তাঁরা। একেকটি পরিবেশনা শেষ হতে চলছে করতালি।
ছায়ানটের এবারের আয়োজনে পুরুষ শিল্পীদের পোশাক মেরুন রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। নারীদের মেরুন পাড়ের অফ হোয়াইট শাড়ি।
শুরুর পর থেকেই গান, যন্ত্রসংগীত আর কবিতার মধ্য দিয়ে চলছে আয়োজন। একে একে গাওয়া হয়’ নূতন প্রাণ দাও, প্রাণসখা’, ’ তিমির দুয়ার খোলো’, ’ আপনারে দিয়ে রচিলি রে কি এ’, ’ তুমি প্রভাতের সকরুণ ভৈরবী’, ’ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়’, ’সকল কলুষতামসহর, জয় হোক তব জয়’, ’ তোর ভেতরে জাগিয়া কে যে’, ’ জগতের নাথ করো পার হে’, আইজ আইলো রে বছর ঘুরি’সহ বেশ কিছু গান।
গাওয়া হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, লালন, সলিল চৌধুরীর গান। ‘ঝড়ের খেয়া’ ও ’সভ্যতা’র নির্বাচিত অংশ এবং ’দাও শৌর্য দাও ধৈর্য’ আবৃত্তি করা হয়।
সংগীতে অংশগ্রহণ করেন লাইসা আহমদ লিসা, খায়রুল আনাম শাকিল, সেঁজুতি বড়ুয়া, সুস্মিতা দেবনাথ শুচি, চন্দনা মজুমদারসহ ছায়ানটের শিল্পীরা।
ছায়ানটের এবারের বর্ষবরণের বার্তা ‘আমার মুক্তি আলোয় আলোয়’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী বলেন, ‘বাঙালির স্বাধিকার অর্জনের সংগ্রামে অনন্য মাত্রা যুক্ত করেছে ধর্ম-বর্ণ নির্বিশেষে এই অসাম্প্রদায়িক উৎসব, নতুন বাংলা বছরকে বরণ করার আয়োজন। আমরা এক আলোকিত দেশ ও সমাজের স্বপ্ন দেখি, যে দেশের মানুষ সর্বজনের শান্তি-স্বস্তি-নিরাপত্তা নিশ্চিত করে ধর্ম-জাতি-বিত্তের বিভাজন ভাঙবে, গড়বে উদার সম্প্রীতির সহিষ্ণু সমাজ।’
তিনি আরও বলেন, ’নববর্ষের উষালগ্নে, আজ চোখ ফেলি হিসেব-নিকেশের হালখাতায়। একদিকে মুক্তির জন-আকাঙ্ক্ষা অর্জনের প্রত্যাশা, অন্যদিকে পীড়াদায়ক বিদ্বেষ-বিভক্তি, নারী-শিশুর অমানবিক মর্যাদাহানি ও অপরিণামদর্শী অসহিষ্ণুতা। সকল অতৃপ্তি প্রতিবিধানের দায় রাষ্ট্রের, তবে সমাজকেও সে দায় নিতে হয় বৈকি। সকলে ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, মুক্তচিন্তার নির্ভয় প্রকাশ, আবহমান সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা হৃদয়ে ধারণ করলে, মুক্তির আলোকোজ্জ্বল ভবিষ্যৎ সুগম হবে-ই।’
ছায়ানট বৈশাখের আবাহন থেকে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ জানায়। সেখানে নিহত মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
রেলযাত্রা নিয়ে মানুষের ভোগান্তির গল্পের শেষ নেই। সময়মতো ট্রেন না ছাড়া, দরকারি টিকিট না পাওয়া, অপরিচ্ছন্ন আসন, নোংরা প্ল্যাটফর্ম— এমন অভিযোগের দীর্ঘ তালিকা রয়েছে যাত্রী-মনে। ট্রেনে ও স্টেশনে সেসব অভিযোগ জানানোর জন্য রয়েছে বড় আকারের রুলটানা খাতা, যার সরকারি নাম ‘কমপ্লেইন রেজিস্ট্রার বুক’।
৩৬ মিনিট আগেঅবশেষে ব্ল্যাংক স্মার্ট কার্ড কেনার জট খুলছে। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের (সেপ্টেম্বর) প্রথম সপ্তাহ থেকে ব্ল্যাংক স্মার্ট কার্ড হাতে পাবে নির্বাচন কমিশন (ইসি)। আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ) দ্বিতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ২ কোটি ৩৬ লাখ ৩৪ হাজার কার্ড কিনছে...
৩ ঘণ্টা আগেবিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি সংবাদপত্রে প্রকাশিত কিছু প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে, যেখানে সাবেক সরকারি কর্মকর্তা এ বি এম আব্দুস সাত্তার নাম উল্লেখ না করে কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। আমরা এই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। প্রমাণ উপস্থাপন বা ব্যক্তিদের...
৯ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মাধ্যমে জুলাই জাতীয় সনদ তৈরির প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময়সীমা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে এ নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে
১ দিন আগে