Ajker Patrika

জবাব পরে দেব, সংসদে বললেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জবাব পরে দেব, সংসদে বললেন অর্থমন্ত্রী

চলতি অর্থবছরের (২০২১-২২) সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় বিভিন্ন খাতে অতিরিক্ত বরাদ্দ নিয়ে সমালোচনা করেছেন বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ। তবে এ বিষয়ে কোন জবাব দেননি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি সম্পূরক বাজেটের সমাপনীতে জবাব দেবেন না বলে জাতীয় সংসদকে জানান।

আজ সোমবার জাতীয় সংসদে সম্পূরক বাজেটের সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য কিছু কথা বলেছেন। কিন্তু আমি আজকে কোন জবাব দেব না। জবাব দেব বাজেটের সময়। বাজেট বক্তৃতায় যখন সময় পাব তখন অবশ্যই জবাব দেব।

সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি বাজেটেই সরকারের উন্নয়নের অভীষ্ট লক্ষ্য অর্জনের লক্ষ্যে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকসহ সরকারের আয় ব্যয়ের হিসাব প্রাক্কলন করা হয়ে থাকে। পরবর্তীতে বাজেট বাস্তবায়নকালে যৌক্তিক কারণে কখনো কখনো কিছুটা সংশোধনের প্রয়োজন হয়।

মন্ত্রী বলেন, এ বছরের প্রেক্ষাপট আমাদের সকলের জানা, কোভিড ১৯ ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে গোটা বিশ্ব অর্থনীতিতে অস্বাভাবিক মূল্যস্ফীতি। যার কমবেশি বাংলাদেশের অর্থনীতিতে আঘাত হেনেছে। সেটা বিবেচনায় নিয়ে সম্পূরক বাজেটে যৌক্তিক কারণে ব্যয় এবং ঘাটতি কিছুটা সমন্বয় করেছি। তবে আমাদের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ অপরিবর্তিত রয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস চূড়ান্ত হিসাবে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্জিত হবে।

এর আগে বিএনপির হারুনুর রশীদ তাঁর বক্তব্যে বিদেশে অর্থ পাচার, নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য বরাদ্দের বিরোধীতাসহ সম্পূরক বাজেটের বিভিন্ন খাতে বরাদ্দ প্রস্তাবের কঠোর সমালোচনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত