Ajker Patrika

নির্বাচনের সময় সহিংসতা হতে পারে কিনা, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বাচনের সময় সহিংসতা হতে পারে কিনা, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধিদল

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় কোনো সহিংসতা হতে পারে কিনা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চেয়েছে মার্কিন প্রাক নির্বাচনী প্রতিনিধিদল। আজ বুধবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা জানান।

নির্বাচনের সময় কোনো প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগলে বা কোনো দল বাধাগ্রস্ত হওয়ার অভিযোগ করলে কী হবে—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তা জানতে চেয়েছে ঢাকায় সফররত পর্যবেক্ষকদল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন কীভাবে হবে, তা পর্যবেক্ষণ করতে মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন। এবার তাদের প্রতিনিধিদলের নেতা ২০১৮ সালের নির্বাচনেও এসেছিলেন। নির্বাচনের সময় কোনো সহিংসতা হতে পারে বলে শঙ্কা করছি কিনা—তা জানতে চেয়েছে তারা।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একটি সহিংস ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়েছি। এখানে এখন শান্তির সুবাতাস বইছে। তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।’

আজকের বৈঠকে সহিংসতার বিষয়টি এসেছেন কেন—জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাঁরা বলেছেন, যারা নির্বাচনে প্রার্থী হবেন, তাঁদের নিরাপত্তা আমরা দিতে পারব কিনা? তাঁরা জিজ্ঞাসা করেছেন, বিরোধী দল নির্বাচনে এলে সঠিকভাবে তারা প্রচার চালাতে পারবে কিনা। আমরা বলে দিয়েছি, নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তা সর্বময় ক্ষমতাধর ব্যক্তি। তাঁর নেতৃত্বে সেই এলাকার নির্বাচন হবে। এ বিষয়ে তাঁদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। এমনকি প্রিসাইডিং কর্মকর্তার ক্ষমতার কথাও বলা হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব মিলিয়ে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচনে হবে, এমন প্রত্যাশাই তাঁরা করেছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান তিনি প্রতিনিধিদলের সদস্যদের বলেছেন, ‘এই নির্বাচন কমিশন এরই মধ্যে ৫ হাজার ৩০০টি নির্বাচন পরিচালনা করেছে। নির্বাচনের সময় নিরাপত্তা বাহিনী নির্বাচন কমিশনের অধীন থাকে। এখানের পুলিশ সুপ্রশিক্ষিত। কীভাবে নির্বাচনকে পরিচালনা করতে হয়, তা তারা জানে। আগের মতো সহিংসতা দেশে হয় না। নির্বাচনের সময় এখানে কোনো অসুবিধা হবে বলে মনে করি না। আগে ৮০ ও ৯০–এর দশকে সহিংসতা হলেও এখন দেশে এমন কিছু ঘটে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

বরিশাল-৩ আসনে বিএনপির দুই হেভিওয়েট নেতার দ্বন্দ্ব প্রকাশ্যে

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত