Ajker Patrika

ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাজীপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। ছবি: আজকের পত্রিকা
গাজীপুরের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ঝুঁকিপূর্ণ কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২-এর সিনিয়র সহকারী সচিব মো. আবদুল হাই স্বাক্ষরিত চিঠি নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।

ঝুঁকিপূর্ণ সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার-সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠির বিষয়ে জানতে চাইলে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘চিঠি এখনো দেখিনি। দেখে বলতে পারব।’

আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১ তম সভার কার্যবিবরণী-সংক্রান্ত চিঠি থেকে জানা যায়, ১৩ জুলাই স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা হয়। ওই সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়, যা বাস্তবায়ন করবে ইসি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রণয়ন; মাঠপর্যায়ে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিরপেক্ষভাবে কাজ করা; ৩১ ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সদস্য নিয়োগ ও পাসিং আউট কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুইটি পৃথক প্রস্তুতিমূলক মহড়া পরিচালনা; নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন ও কার্যকর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করতে হবে। চিঠিতে ৩ আগস্টের মধ্যে সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানাতে বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত