Ajker Patrika

রায় ও আদেশ যথাসময়ে অধস্তন আদালতে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জুন ২০২৫, ২২: ৪৩
ফাইল ছবি
ফাইল ছবি

রায় বা আদেশ হওয়ার পর মামলার নথি সংশ্লিষ্ট শাখা থেকে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করে যথাসময়ে অধস্তন আদালতে পাঠাতে নির্দেশনা জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

সুপ্রিম কোর্টের নির্দেশনায় বলা হয়, বিভিন্ন মাধ্যমে জানা গেছে রায় বা আদেশ হওয়ার পর মামলার নথি সংশ্লিষ্ট শাখা থেকে পরবর্তী কার্যক্রম যথাসময়ে সম্পন্ন হচ্ছে না। ফলে বিচারপ্রার্থী জনগণের ন্যায়বিচার প্রাপ্তিতে বিলম্ব ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে, যা অনভিপ্রেত ও অফিস শৃঙ্খলা-পরিপন্থী।

নির্দেশনায় বলা হয়, জামিন আদেশ বা খালাস আদেশ বা আসামির মুক্তি পাওয়া-সংক্রান্ত আদেশ বা রায়ের নথি কোর্ট হতে সংশ্লিষ্ট শাখা কর্তৃক প্রাপ্তির পর ওই দিনই বা যুক্তিসংগত কারণে ওই দিন সম্ভব না হলে পরবর্তী কার্যদিবসের মধ্যেই টাইপ বা কম্পোজ করে আইটি শাখাসহ তার হার্ড কপি আদান-প্রদান শাখায় প্রেরণ করতে হবে। কোনো ব্যত্যয় প্রমাণিত হলে তা অসদাচরণ গণ্যে সংশ্লিষ্ট কর্মচারীসহ শাখার দায়িত্ব প্রাপ্ত সুপারিনটেনডেন্টদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত