Ajker Patrika

সরকারের আজ্ঞাবহ হয়ে বিএনপিকে চিঠি দেওয়া হয়নি: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৪: ৫৯
সরকারের আজ্ঞাবহ হয়ে বিএনপিকে চিঠি দেওয়া হয়নি: সিইসি

বিএনপিকে আলোচনার জন্য দেওয়া আমন্ত্রণপত্রে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ‘সরকারের আজ্ঞাবহ হয়ে ইসি কোনো চিঠি দেয়নি।’

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘বিএনপিকে দেওয়া ওই পত্রে সংলাপের কথা উল্লেখ করা হয়নি। বরং অনানুষ্ঠানিক আলোচনার জন্য চিঠি দিয়েছে ইসি।’ আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে নিজ কক্ষের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাজী হাবিবুল আউয়াল। এ সময় চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

হাবিবুল আউয়াল বলেন, ‘বিএনপিকে আনুষ্ঠানিকভাবে কোনো সংলাপে আমন্ত্রণ জানানো হয়নি, অনানুষ্ঠানিক আলোচনার জন্য কমিশন চিঠি দিয়েছে।’ তিনি বলেন, ‘আনুষ্ঠানিক নয়, অনানুষ্ঠানিক আলোচনায় অন্তত আপনারা অংশগ্রহণ করতে পারেন। একটি চিঠি দিয়েছিলাম বৃহস্পতিবার শেষ বেলায়। আমার মনে হয়, চিঠিটা তাঁরা পেয়েছেন। আমার কাছে কোনো জবাব আসেনি। ধরে নিচ্ছি তাঁরা পেয়েছেন।’

সিইসি আরও জানান, ‘বিএনপিকে আমন্ত্রণ জানানোয় সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে আলোচনায় ডাকার জন্য। বিএনপিকে চিঠি দেওয়ায় সরকারের কোনো কূটকৌশল নেই। কেউ যদি এটিকে কূটকৌশল মনে করেন, তাহলে এটি ইসির কূটকৌশল হতে পারে। কিন্তু নির্বাচন কমিশন কূটকৌশল হিসেবে এটি করেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত