Ajker Patrika

তৃতীয় দিন ইসিতে ১৫৫ প্রার্থীর আপিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৭: ৪৩
তৃতীয় দিন ইসিতে ১৫৫ প্রার্থীর আপিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে তৃতীয় দিনে ১৫৫ জন প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন করেছেন। তাঁদের মধ্যে ১৫১ জন নিজের প্রার্থিতা ফেরত পেতে এবং চারটি আপিল আবেদন পড়েছে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল করার জন্য।

তিন দিনে মোট আপিলকারীর সংখ্যা দাঁড়াল ৩৩৮। এর মধ্যে মোট সাতজনের প্রার্থিতা বাতিলের আবেদনও রয়েছে।

আজ বৃহস্পতিবার ইসি সচিব মো. জাহাংগীর আলম এসব তথ্য জানান।

ইসি জানায়, ৩০০ আসনে মনোনয়নপত্র দাখিল হয়েছে ২ হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ে বাতিল হয়েছে ৭৩১টি, আর বৈধ হয়েছে ১ হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।

৯ ডিসেম্বর পর্যন্ত সংক্ষুব্ধরা রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, যাঁদের মনোনয়ন বৈধ হয়েছে এবং যাঁদের নমিনেশন পেপার বাতিল হয়েছে—উভয়ের জন্যই আপিল করা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত