Ajker Patrika

সাত মাসে ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ: রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুলাই ২০২৫, ২৩: ৫৬
আজ বুধবার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ‘চীন-বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা’ শীর্ষক সেমিনারে চীনা রাষ্ট্রদূত, বিডা চেয়ারম্যানসহ অতিথিরা। ছবি: সংগৃহীত
আজ বুধবার ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ‘চীন-বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা’ শীর্ষক সেমিনারে চীনা রাষ্ট্রদূত, বিডা চেয়ারম্যানসহ অতিথিরা। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার গঠনের পর চীনের সঙ্গে কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক জোরদার করেছে সরকার। চীনা বিনিয়োগের গতিও বাড়ছে দিন দিন। এরই ধারাবাহিকতায় সাত মাসে ৪০ কোটি ডলারের চীনা বিনিয়োগ পেয়েছে বাংলাদেশ।

আজ বুধবার ঢাকায় হোটেল ওয়েস্টিনে এক সেমিনারে এ কথা বলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চায়নিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিএইবি) চীন–বাংলাদেশ শিল্প ও সরবরাহ চেইন সহযোগিতা শীর্ষক এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চীনের রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে অবকাঠামো, জ্বালানি, বন্দরসহ বিভিন্ন খাতে চ্যালেঞ্জ রয়েছে। এগুলো বিবেচনায় নিয়ে চীনা কোম্পানিগুলো এখানে আরও বিনিয়োগ করতে চায়। বাংলাদেশ এখন একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সামনে পথ চলতে অনেক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে হবে। এমন পরিস্থিতিতে চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের পাশে থাকবে।

রাষ্ট্রদূত মনে করেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ আরও অনুকূল হলে চীনের প্রতিষ্ঠানগুলো আরও ব্যাপক ভূমিকা রাখতে পারবে।

চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর নতুন যাত্রায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্কও অনন্য উচ্চতায় যেতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানান, চীনসহ যেকোনো দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে চাইলে বিডা সহযোগিতা করবে। বিনিয়োগ বাড়াতে চীনে বিডার একটি অফিস খোলা হবে।

বাংলাদেশে চায়না টাউন নেই—এমনটা উল্লেখ করে আশিক চৌধুরী বলেন, এখানে একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমদ বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহযোগিতার আরও সুযোগ রয়েছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশে হাইটেক পার্কে চীনা বিনিয়োগকারীরা আরও সুযোগ নিতে পারেন।

সিইএবি সভাপতি হান কুনসহ অন্যরা সেমিনারের আলোচনায় অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত