অনলাইন ডেস্ক
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা পৃথক রুলের শুনানি শেষ হয়েছে। গতকাল বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। পরে রায়ের তারিখ নির্ধারণের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।
শুনানি শেষে আইনজীবীরা রায়টি সুপ্রিম কোর্টের শীতকালীন অবকাশের আগে দেওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় আদালত বলেন, ‘আমরা এই মামলায় অনেক সময় নিয়েছি, অনেকের বক্তব্য শুনেছি। আমরা এমন একটি রায় দিতে চাই, যেটি নিয়ে ভবিষ্যতে যাতে প্রশ্ন না ওঠে। আমরা চাই ন্যায়বিচার করতে। আমরা বৃহস্পতিবার রায়ের তারিখ জানিয়ে দেব।’
আওয়ামী লীগ সরকারের সময় আনা পঞ্চদশ সংশোধনী আইন চ্যালেঞ্জ করে গত ১৮ আগস্ট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে পরদিন রুল জারি করা হয়। ওই রুলে ইন্টারভেনার (আদালতকে সহায়তা করতে) হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামী, গণফোরামসহ কয়েকজন ব্যক্তি যুক্ত হন। এ ছাড়া নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন পৃথক রিট করেন।
গতকাল মোফাজ্জল হোসেনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও এ এস এম শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন।
শুনানিতে ফিদা এম কামাল বলেন, পঞ্চদশ সংশোধনী হচ্ছে আমিত্ব, যা সংবিধানের মূল চেতনার পরিপন্থী। অতীতে চিকিৎসক, স্কলার, শিক্ষক ও আইনজীবীরা সংসদ সদস্য হতেন। এখন ৭০ শতাংশ ব্যবসায়ী। এটি অকল্পনীয়। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক হলেও পঞ্চদশ সংশোধনীর ক্ষেত্রে তা হয়নি।
এ এস এম শাহরিয়ার কবির শুনানিতে বলেন, ১৯৭৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কোনো উপায় সংবিধানে ছিল না; যে কারণে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছিল। পঞ্চদশ সংশোধনী আনা হয় এক ব্যক্তির শাসন কায়েমের জন্য; যা সংবিধানের মূল চেতনা এবং জনগণের ইচ্ছার পরিপন্থী।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা পৃথক রুলের শুনানি শেষ হয়েছে। গতকাল বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। পরে রায়ের তারিখ নির্ধারণের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করা হয়।
শুনানি শেষে আইনজীবীরা রায়টি সুপ্রিম কোর্টের শীতকালীন অবকাশের আগে দেওয়ার জন্য অনুরোধ জানান। এ সময় আদালত বলেন, ‘আমরা এই মামলায় অনেক সময় নিয়েছি, অনেকের বক্তব্য শুনেছি। আমরা এমন একটি রায় দিতে চাই, যেটি নিয়ে ভবিষ্যতে যাতে প্রশ্ন না ওঠে। আমরা চাই ন্যায়বিচার করতে। আমরা বৃহস্পতিবার রায়ের তারিখ জানিয়ে দেব।’
আওয়ামী লীগ সরকারের সময় আনা পঞ্চদশ সংশোধনী আইন চ্যালেঞ্জ করে গত ১৮ আগস্ট সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে পরদিন রুল জারি করা হয়। ওই রুলে ইন্টারভেনার (আদালতকে সহায়তা করতে) হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামী, গণফোরামসহ কয়েকজন ব্যক্তি যুক্ত হন। এ ছাড়া নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন পৃথক রিট করেন।
গতকাল মোফাজ্জল হোসেনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও এ এস এম শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন।
শুনানিতে ফিদা এম কামাল বলেন, পঞ্চদশ সংশোধনী হচ্ছে আমিত্ব, যা সংবিধানের মূল চেতনার পরিপন্থী। অতীতে চিকিৎসক, স্কলার, শিক্ষক ও আইনজীবীরা সংসদ সদস্য হতেন। এখন ৭০ শতাংশ ব্যবসায়ী। এটি অকল্পনীয়। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট বাধ্যতামূলক হলেও পঞ্চদশ সংশোধনীর ক্ষেত্রে তা হয়নি।
এ এস এম শাহরিয়ার কবির শুনানিতে বলেন, ১৯৭৪ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কোনো উপায় সংবিধানে ছিল না; যে কারণে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছিল। পঞ্চদশ সংশোধনী আনা হয় এক ব্যক্তির শাসন কায়েমের জন্য; যা সংবিধানের মূল চেতনা এবং জনগণের ইচ্ছার পরিপন্থী।
শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বাস ও পণ্যবাহী যানবাহনের জন্য সরকার কোনো ভাড়া নির্ধারণ করেনি। এসব যানের ভাড়া ঠিক করছেন পরিবহনের মালিকেরা। দূরপাল্লার এসি বাসে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রেও একই অভিযোগ। এ অবস্থায় এসি বাস ও পণ্যবাহী যানের ভাড়া নির্ধারণের উদ্যোগ নিয়েছে...
২ ঘণ্টা আগেরাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এতে জাতীয় সনদকে বিশেষ মর্যাদা ও আইনি ভিত্তি দেওয়ার কথা আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মতামত গ্রহণ এবং কিছু শব্দ ও ভাষাগত সংযোজন-বিয়োজন শেষে দু-এক দিনের মধ্যে সনদের চূড়ান্ত...
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের ১৪ জন উপদেষ্টা ও বিশেষ সহকারীর সহকারী একান্ত সচিবদের (এপিএস) বেতন একলাফে ৩১ হাজার টাকার বেশি বেড়েছে। এটিকে আর্থিক অনিয়ম হিসেবেই দেখছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা।
৩ ঘণ্টা আগেভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এখনো বাড়ছে বিভিন্ন নদ-নদীর পানি। প্লাবিত হচ্ছে নতুন নতুন গ্রাম। কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ভাঙন দেখা দিয়েছে নদীতীরে। ইতিমধ্যে বেশ কিছু স্থাপনা বিলীন হয়ে গেছে। পানিতে তলিয়ে আছে খেতের ফসল। কোমরপানি বসতঘরেও। মাচা পেতে চলছে রান্নার কাজ...
৪ ঘণ্টা আগে