Ajker Patrika

এই সরকার হটাতে আন্দোলনের প্রয়োজন হয় না: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১৯: ৫৬
এই সরকার হটাতে আন্দোলনের প্রয়োজন হয় না: জিএম কাদের

বর্তমান সরকারকে হটাতে আন্দোলনের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। আজ বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

কিশোরগঞ্জ জেলার তাড়াইল ও করিমগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও বিএনপির দুই শতাধিক নেতা-কর্মীর জাপায় যোগদান উপলক্ষে বৃহস্পতিবার বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জি এম কাদের বলেন, ‘যে সরকার অন্যায়, অবিচার, অনাচার, দুর্নীতি-দুঃশাসনের ভারে ক্রমেই ভারী হতে থাকে, সেই সরকারকে হটাতে আন্দোলনের প্রয়োজন হয় না। ওই ভারেই তাদের নুয়ে পড়তে হয়। বর্তমান সরকারের হয়েছে সেই অবস্থা।’ 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাপা চেয়ারম্যান বলেন, দেশের মানুষ এখন কোনোভাবেই ভালো নেই। তারা চরম হতাশায় ভুগছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটানো ছাড়া আর কোনো বিকল্প নেই। এখন জাতীয় পার্টিই হচ্ছে দেশের মানুষের প্রত্যাশিত সেই রাজনৈতিক শক্তি। 

আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে জি এম কাদের বলেন, আওয়ামী লীগ, আর বিএনপি এখন অচল মুদ্রার এপিঠ-ওপিঠে পরিণত হয়েছে। এই মুদ্রায় আর লেনদেন চলবে না। ৯০-এর পর দুটি দল দেশের মানুষকে শান্তিতে রাখতে পারেনি। সব ক্ষেত্রে বিপর্যয়ের পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছে গেছে। 

অনুষ্ঠানে জাপা মহাসচিব মুজিবুল চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূঁইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত