Ajker Patrika

সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৫ জুন ২০২১, ২১: ২৪
সোমবার থেকে সারা দেশে কঠোর লকডাউন

ঢাকা: আগামী সোমবার থেকে সারা দেশে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।

জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করতে পারবে। জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হওয়া যাবে না। গণমাধ্যম লকডাউনের আওতার বাইরে থাকবে।

তথ্য অধিদপ্তরের (পিআইডি) প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৫ জুন) রাতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে আগামীকাল শ‌নিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিস্তারিত প্রজ্ঞাপন জারি করা হবে ব‌লে বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হ‌য়ে‌ছে।

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ১০৮ জনের মৃত্যু হয়েছে। করোনা মহামারি শুরুর পর থেকে এটি দেশে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এর আগে চলতি বছরের ১৯ এপ্রিল দেশে করোনায় ১১২ জনের মৃত্যু হয়েছিল। যা এখনো পর্যন্ত করোনায় দেশে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

গত ২৪ ঘণ্টার ১০৮ জনের মৃত্যু নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৭৬ জনে। এ সময় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনে।

এ পরিস্থিতিতে পুরো দেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। গত বুধবার জাতীয় কমিটির ৩৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে লকডাউন শুরু করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধগুলো পর্যায়ক্রমে শিথিল করা হয়। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন ও পর্যটনকেন্দ্র বন্ধ রয়েছে। সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এর বাইরে অন্যসব কিছুই স্বাভাবিকভাবে চলছ।

সারাদেশে মানুষের চলাচলে বিধিনিষেধের মেয়াদ আগামী ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত দেওয়া আছে। এর মধ্যে যেসব সীমান্তবর্তী জেলায় করোনা সংক্রমণ বেড়ে গেছে সেখানে লকডাউন দিয়েছে স্থানীয় প্রশাসন। গত ২২ জুন থেকে নয় দিনের জন্য নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলায় কঠোর লকডাউন দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনেই জয়ী হবে জামায়াত: মাওলানা হালিম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত