Ajker Patrika

মিয়ানমারে সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করার পরামর্শ আইসিআরসিকে

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২১, ১১: ৪৯
মিয়ানমারে সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করার পরামর্শ আইসিআরসিকে

রোহিঙ্গাদের সম্মানের সঙ্গে টেকসই প্রত্যাবাসনে রাখাইন রাজ্যে সহায়ক পরিবেশ তৈরিতে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসকে (আইসিআরসি) মিয়ানমারের কর্তৃপক্ষের সঙ্গে আরও সক্রিয়ভাবে কাজ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ২৩ সেপ্টেম্বর বিকেলে আইসিআরসির প্রেসিডেন্ট পিটার মাউরের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রে সফররত পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নিজ রাষ্ট্রের দ্বারা নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা যখন বাংলাদেশ প্রবেশ করে, তখন তাদের প্রতি মানবিকতা দেখানোর জন্য আইসিআরসির প্রেসিডেন্ট বাংলাদেশ বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত