Ajker Patrika

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা নিবেদন

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১৩: ০৫
জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা নিবেদন

আশুলিয়া (সাভার): নবনিযুক্ত সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতাযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি বীর শহীদদের সম্মানে সালাম প্রদান করেন। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

আজ শনিবার সকাল ১০টা ৫৪ মিনিটে তিনি সড়কপথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে বেলা ১১টা ১০ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

সেনাপ্রধানের আগমন উপলক্ষে নবম পদাতিক ডিভিশনের জিওসিসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে, নবনিযুক্ত সেনাপ্রধানের আগমন উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। ঢাকা-আরিচা মহাসড়কে পুলিশি টহল বৃদ্ধির পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে সাদাপোশাকের পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত