Ajker Patrika

কমপ্লিট শাটডাউনে সড়কে বাস কম, রেলযোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১২: ০৮
কমপ্লিট শাটডাউনে সড়কে বাস কম, রেলযোগাযোগ স্বাভাবিক

কোটা সংস্কার আন্দোলনে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে রাজধানী ঢাকার সড়কে যানবাহন চলাচল সীমিত হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর সড়কে কিছু ব্যক্তিগত যানবাহন চলাচল করলেও গণপরিবহনের সংখ্যা ছিল অনেক কম। এতে বিপাকে পড়েন কর্মস্থল অভিমুখে যাওয়া মানুষ। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লা হ বলেন, ‘বাসমালিকদের বলা হয়েছিল, সড়কে বাস নামাতে। এখন যা পরিস্থিতি, তাতে কেউ নিরাপত্তাজনিত কারণে বাস না নামাতে চাইলে সমিতি কী করবে? পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সড়কে বাস চলাচল স্বাভাবিক হবে।’ 

তবে দূরপাল্লায় রেল যোগাযোগ এখনো স্বাভাবিক বলে জানান ঢাকার কমলাপুর স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন। সকাল সাড়ে ১০টার দিকে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক। পাঁচ-দশ মিনিট দেরি করে ট্রেন ছাড়ছে। এটাকে বড় রকমের শিডিউল বিপর্যয় বলা যাবে না। এ ছাড়া যাত্রীও খুব কম নয়।’ 

এদিন, সকালে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সুবর্ণ এক্সপ্রেস, সিলেটের পারাবত এক্সপ্রেস, জামালপুরের জামালপুর এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, এগারসিন্ধুর প্রভাতি ট্রেনগুলো খানিকটা দেরিতে ছেড়ে গেছে বলে জানা যায় ৷ চলমান সহিংসতার মধ্যেও মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রান্সপোর্ট-ডিএমটিসিএলের কর্মকর্তারা। মেট্রোরেলে যাত্রীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় একটু কম বলে জানান তাঁরা। 

এদিকে, গতকাল রাত থেকে যাত্রাবাড়ী, শনির আখড়া ও রায়েরবাগ এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এর প্রভাব পড়েছে ঢাকা-সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। এ সড়ক ধরে নারায়ণগঞ্জের যাত্রীরাও সরাসরি ঢাকায় প্রবেশ করতে পারছেন না। 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ঢাকায় আসা ফারুক হোসেন বলেন, ‘আমার সিএনজি গ্যারেজে কিছু পার্টস কেনা জরুরি ছিল। সকালে সাইনবোর্ড এলাকায় এসে দেখি বাস তেমন একটা নেই। ভোরে সড়কে ব্যারিকেড না থাকলেও যানবাহন কিছু দূর চলার পরে থমকে গেছে। পরে শনির আখড়ার অলিগলি ঘুরে যাত্রাবাড়ী আসি। সেখান থেকে রিকশায় বিজয়নগর এসেছি।’ 

মাতুয়াইলের মা ও শিশু হাসপাতালে চিকিৎসা শেষে ডেমরার স্টাফ কোয়ার্টারের বাসায় ফিরতে ভোগান্তি পোহাতে হয়েছে সিন সাম্মিল সাজি স্মিতাকে। সিএনজি-অটোরিকশার অপেক্ষায় তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিলেন। পরে তিনগুণ ভাড়ায় একজন সিএনজিচালক তাঁকে ও তাঁর মেয়েকে বাসায় পৌঁছে দেন বলেও জানান তিনি। 

সাভার ইপিজেডের একটি পোশাক কারখানার সিনিয়র মার্চেন্ডাইজার সজীব দত্ত জানান, কর্মস্থলে যাওয়ার পথে সড়কে তেমন বাস চলাচল দেখেননি। উত্তরার হাউস বিল্ডিং এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। শ্যামলীর শিশু মেলা, মোহাম্মদপুরের আসাদ গেট, ফার্মগেট এলাকা থেকে অনেকে এই প্রতিবেদককে ফোনে গণপরিবহন সংকটের কথা জানান। 

আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একাংশ। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছুড়ে। এ সময় প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

তবে সদরঘাট-টঙ্গী রুটের ভিক্টর, যাত্রাবাড়ী-উত্তরা-গাজীপুরা রুটের তুরাগ, রাইদা পরিবহনের চালকেরা জানিয়েছেন, পরিস্থিতি বুঝে অনেক বাসমালিক চালকদের বাস গ্যারেজে রেখে দেওয়ার নির্দেশনা দিয়েছেন। বাস শ্রমিকেরাও আতঙ্কে বাস চালাতে চাইছেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত