বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছিল ভারতীয় কিছু সংবাদমাধ্যম। তবে এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার দাবিকে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি গণ-অভ্যুত্থানে চীনা সম্পৃক্ততার দাবি নিয়েও কোনো মাথা ব্যথা নেই বলেও জানিয়েছে জো বাইডেন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে কথা বলেন ওই দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও পুনর্ব্যক্ত করেছেন।
বাংলাদেশে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল বলে ভারতীয় কিছু গণমাধ্যম যে দাবি করে আসছে, সেই প্রসঙ্গে প্যাটেল বলেন, ‘আমি প্রতিবেদনগুলো দেখিনি। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি এগুলো সত্য নয়। এই কারণেই সম্ভবত এগুলো আমার চোখে পড়েনি।’
গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের চলমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে—এমন প্রশ্নে প্যাটেল বলেন, ‘বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহ আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনার এই সময়টিতে আমরা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং আগ্রহী।’
একপর্যায়ে বাংলাদেশের গণ-অভ্যুত্থানের সঙ্গে চীনা সম্পৃক্ততা ছিল কি-না—এমন প্রশ্নের জবাবে, মার্কিন প্রশাসন বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে না বলেও উল্লেখ করেন প্যাটেল।
বাংলাদেশে সংঘটিত সাম্প্রতিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল বলে দাবি করেছিল ভারতীয় কিছু সংবাদমাধ্যম। তবে এই অভ্যুত্থানের সঙ্গে জড়িত থাকার দাবিকে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি গণ-অভ্যুত্থানে চীনা সম্পৃক্ততার দাবি নিয়েও কোনো মাথা ব্যথা নেই বলেও জানিয়েছে জো বাইডেন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক ব্রিফিংয়ে বাংলাদেশ নিয়ে কথা বলেন ওই দপ্তরের প্রধান উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আগ্রহও পুনর্ব্যক্ত করেছেন।
বাংলাদেশে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল বলে ভারতীয় কিছু গণমাধ্যম যে দাবি করে আসছে, সেই প্রসঙ্গে প্যাটেল বলেন, ‘আমি প্রতিবেদনগুলো দেখিনি। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি এগুলো সত্য নয়। এই কারণেই সম্ভবত এগুলো আমার চোখে পড়েনি।’
গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের চলমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্র কীভাবে দেখছে—এমন প্রশ্নে প্যাটেল বলেন, ‘বাংলাদেশের চলমান ঘটনাপ্রবাহ আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ পরিকল্পনার এই সময়টিতে আমরা ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত এবং আগ্রহী।’
একপর্যায়ে বাংলাদেশের গণ-অভ্যুত্থানের সঙ্গে চীনা সম্পৃক্ততা ছিল কি-না—এমন প্রশ্নের জবাবে, মার্কিন প্রশাসন বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছে না বলেও উল্লেখ করেন প্যাটেল।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, যেনতেনভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন বাতিল করা যাবে না। কোনো আবেদন বাতিল করা হলে তার কারণ উল্লেখ করতে হবে। এ বিষয়ে মাঠপর্যায়ে চিঠি দেওয়া হয়েছে। কারণ উল্লেখ না করে আবেদন বাতিল করলে সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা
১ ঘণ্টা আগেদেশের ৬৪ জেলার ৬৪ উপজেলায় মাসব্যাপী ভ্রাম্যমাণ মাটি পরীক্ষা শুরু হয়েছে। এ মাটি পরীক্ষা কার্যক্রম চলবে আগামী এক মাস (৫ জুন পর্যন্ত)। এ সেবায় ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার (ভ্রাম্যমাণ গাড়ি) গিয়ে কৃষকদের মাটি পরীক্ষা করে দেবে। এতে কৃষকের ব্যয় হবে মাত্র ২৫ টাকা। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট
১ ঘণ্টা আগেবাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের সময় নির্ধারণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কোনো ধরনের চাপ দেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগেশ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেনকে পেটেন্ট, শিল্পনকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। প্রেষণে তাঁকে ওই পদে নিয়োগ দিতে আজ সোমবার তাঁর চাকরি শিল্প মন্ত্রণালয়ে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে