Ajker Patrika

জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধির দায়িত্ব গ্রহণ

কূটনৈতিক প্রতিনিধি, ঢাকা
আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৩: ৫৭
জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধির দায়িত্ব গ্রহণ

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সংস্থার সদর দপ্তরে তাঁর দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে গতকাল মঙ্গলবার নিজের পরিচয়পত্র পেশ করেন। 

মুহিত এর আগে গত ২৮ জুলাই বাংলাদেশ স্থায়ী মিশনের দায়িত্ব গ্রহণ করেন। বর্তমান কর্মস্থলে যোগদানের আগে তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। 

পরিচয়পত্র পেশের পর মহাসচিবের সঙ্গে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধির সৌজন্যমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। গুতেরেস বলেন, ‘বাংলাদেশ জাতিসংঘের মর্যাদাপূর্ণ একটি সদস্যরাষ্ট্র হিসেবে বৈশ্বিক পরিমণ্ডলে তাৎপর্যপূর্ণ অবদান রেখে চলেছে।’ 

পেশাদার কূটনীতিক মুহিত ১৯৯৩ সালে বাংলাদেশ পররাষ্ট্র সার্ভিসে যোগ দেন। তিনি ডেনমার্কে রাষ্ট্রদূত ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ডেপুটি চিফ অব মিশনসহ বিভিন্ন দায়িত্বে নিযুক্ত ছিলেন। 

পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ মিশনের উপস্থায়ী প্রতিনিধি ডা. মো. মনোয়ার হোসেন এবং জাতিসংঘের পিসবিল্ডিং বিভাগের সহকারী মহাসচিব এলিজাবেথ ম্যারি উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত