Ajker Patrika

বাংলাদেশের আপিল বিভাগের কার্যক্রম পরিদর্শন করলেন ভারতের প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৬: ৫৭
বাংলাদেশের আপিল বিভাগের কার্যক্রম পরিদর্শন করলেন ভারতের প্রধান বিচারপতি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম পরিদর্শন করলেন ভারতের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশোবন্ত চন্দ্রচূড়। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের বিচার বিভাগ এবং সংস্কৃতি প্রায় একই।

এর আগে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের অপর পাঁচ বিচারপতির সঙ্গে সকাল ৯টা ১৫ মিনিটের দিকে এজলাসে (প্রধান বিচারপতির কোর্ট) আসেন ভারতের প্রধান বিচারপতি। তাঁর সঙ্গে ভারতের সুপ্রিম কোর্টের দুজন বিচারপতিও ছিলেন। পরে সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এজলাস ত্যাগ করেন তাঁরা।

এজলাসে আসন গ্রহণের পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ‘আমাদের জন্য আজকের দিনটি বিশেষ। ভারতের প্রধান বিচারপতি ও দেশটির দুজন বিচারপতি এখানে উপস্থিত আছেন।’

এজলাসে ভারতের প্রধান বিচারপতি ও অপর দুই বিচারপতিকে অভিনন্দন জানান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। আর ভবিষ্যতে তাঁদের আবার বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির। 

আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে কার্যতালিকার ১ থেকে ৫ নম্বর ক্রমিকে থাকা মামলার শুনানি গ্রহণ এবং আদেশ দেন আপিল বিভাগ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত