Ajker Patrika

দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি: আইনমন্ত্রী  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি: আইনমন্ত্রী  

আইনমন্ত্রী আনিসুল হকের দাবি, দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। তাই যুক্তরাষ্ট্র যে অভিযোগে র‍্যাবের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তা কল্পনাপ্রসূত। নিষেধাজ্ঞার ঘটনাকে দুঃখজনক বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী।

রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা ও দায়রা জজদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে আজ রোববার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ৩০ জন জেলা ও দায়রা জজ এবং মহানগর দায়রা জজ এতে অংশ নেন। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনজীবী সচিব গোলাম সারোয়ার ও প্রশিক্ষণ কোর্সের পরিচালক গোলাম কিবরিয়া। 

আইনমন্ত্রী বলেন, ‘যারা আইনের শাসনে বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে তাদের একটা কর্তব্য থাকে। সেটা হচ্ছে যাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় তাদের পক্ষ শোনা। আমার কাছে যতটুকু তথ্য আছে, যাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের পক্ষ শোনা হয়নি।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার আবেদন সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেছেন, ‘একটু অপেক্ষা করুন, দেখবেন।’

বুদ্ধিজীবী হত্যাকারী পলাতকদের ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘গত দুই দিন আগে ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। সেখানে আমি দুজনকে দেশে ফিরিয়ে আনার জন্য দাবি করেছি। তিনি আমাকে বলেছেন, আনুষ্ঠানিকভাবে করতে। আমরা আনুষ্ঠানিকভাবে দাবি করব।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত