তানিম আহমেদ, মিঠামইন (কিশোরগঞ্জ) থেকে
দীর্ঘ দুই যুগ পরে আগামীকাল মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় আসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সফরে তিনি প্রথমবারের মতো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করবেন।
সরকার প্রধানকে নিজ বাড়িতে স্বাগত জানাতে আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মিঠামইনে আসেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির গ্রামের বাড়িতে প্রধানমন্ত্রীকে হাওরের মাছ, অষ্টগ্রামের পনিরসহ স্থানীয় ঐতিহ্যের খাবার দিয়ে আপ্যায়ন করা হবে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টার যোগে মিঠামইনে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। হেলিকপ্টার থেকে নেমে রাষ্ট্রপতি তাঁর বাড়ির সামনের সড়কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রী আসার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের পরিবারের সবাই খুব খুশি।’
প্রধানমন্ত্রীর বাড়ি টুঙ্গিপাড়া যাওয়ার স্মৃতি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘টুঙ্গিপাড়া কতবার গিয়েছি সেটা হিসেব করে বলতে পারব না। যতবারই গিয়েছি ততবারই বঙ্গবন্ধু কন্যা আমাকে রিসিভ করেছেন। আমি তো এখন রাজনীতির মধ্যে নাই। উনি আমার বাড়িতে আসবেন আমি তাঁকে রিসিভ করতে এসেছি।’
শেখ হাসিনা প্রথমবারের মতো কিশোরগঞ্জে তাঁর বাড়িতে আসছেন জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘৯৮ সালে আমার বাড়িতে আসার কোনো রাস্তা ছিল না। এখন বাড়ির গেটে গাড়ি দিয়ে যাব, আগে এখানে লঞ্চ ভিড়তো।’
রাষ্ট্রপতি বলেন, ‘১৯৯৮ সালে শেখ হাসিনা কিশোরগঞ্জ সফর করার সময় কিছুটা দূর থেকে আমার বাড়ি দেখেছেন, কিন্তু আসেননি। ৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু আমার প্রচারণার জন্য এসেছিলেন। তিনিও বাজার থেকে বাড়ি দেখেছেন কিন্তু আসতে পারেননি।’
পরে বিকেলের দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইনের কয়েকটি সড়ক ঘুরে দেখেন। এর আগে এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
হাওরের প্রায় সব রকম মাছ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করা হবে জানিয়ে রাষ্ট্রপতির ছেলে বলেন, ‘রুই, কাতল, বাইম, চিতল, চিংড়ি, পাবদাসহ হাওরে যত ধরনের মাছ পাওয়া যায় তা দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করার চেষ্টা করব।’
রাষ্ট্রপতির বাড়িতে আতিথেয়তা গ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির নিকটে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন এবং বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন।
দীর্ঘ দুই যুগ পরে আগামীকাল মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় আসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সফরে তিনি প্রথমবারের মতো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাড়িতে আতিথেয়তা গ্রহণ করবেন।
সরকার প্রধানকে নিজ বাড়িতে স্বাগত জানাতে আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে মিঠামইনে আসেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির গ্রামের বাড়িতে প্রধানমন্ত্রীকে হাওরের মাছ, অষ্টগ্রামের পনিরসহ স্থানীয় ঐতিহ্যের খাবার দিয়ে আপ্যায়ন করা হবে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টার যোগে মিঠামইনে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। হেলিকপ্টার থেকে নেমে রাষ্ট্রপতি তাঁর বাড়ির সামনের সড়কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রধানমন্ত্রী আসার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের পরিবারের সবাই খুব খুশি।’
প্রধানমন্ত্রীর বাড়ি টুঙ্গিপাড়া যাওয়ার স্মৃতি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘টুঙ্গিপাড়া কতবার গিয়েছি সেটা হিসেব করে বলতে পারব না। যতবারই গিয়েছি ততবারই বঙ্গবন্ধু কন্যা আমাকে রিসিভ করেছেন। আমি তো এখন রাজনীতির মধ্যে নাই। উনি আমার বাড়িতে আসবেন আমি তাঁকে রিসিভ করতে এসেছি।’
শেখ হাসিনা প্রথমবারের মতো কিশোরগঞ্জে তাঁর বাড়িতে আসছেন জানিয়ে আবদুল হামিদ বলেন, ‘৯৮ সালে আমার বাড়িতে আসার কোনো রাস্তা ছিল না। এখন বাড়ির গেটে গাড়ি দিয়ে যাব, আগে এখানে লঞ্চ ভিড়তো।’
রাষ্ট্রপতি বলেন, ‘১৯৯৮ সালে শেখ হাসিনা কিশোরগঞ্জ সফর করার সময় কিছুটা দূর থেকে আমার বাড়ি দেখেছেন, কিন্তু আসেননি। ৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু আমার প্রচারণার জন্য এসেছিলেন। তিনিও বাজার থেকে বাড়ি দেখেছেন কিন্তু আসতে পারেননি।’
পরে বিকেলের দিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মিঠামইনের কয়েকটি সড়ক ঘুরে দেখেন। এর আগে এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রপতির বড় ছেলে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।
হাওরের প্রায় সব রকম মাছ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করা হবে জানিয়ে রাষ্ট্রপতির ছেলে বলেন, ‘রুই, কাতল, বাইম, চিতল, চিংড়ি, পাবদাসহ হাওরে যত ধরনের মাছ পাওয়া যায় তা দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়ন করার চেষ্টা করব।’
রাষ্ট্রপতির বাড়িতে আতিথেয়তা গ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়ির নিকটে বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন এবং বিকেলে মিঠামইন হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দেবেন।
সব ধরনের ওষুধের মধ্যে দেশে পরিপাকতন্ত্রের জটিলতাবিষয়ক ওষুধ বিক্রিতে রয়েছে তৃতীয় সর্বোচ্চ স্থানে। সরকারি গবেষণায় উঠে এসেছে, এসব ওষুধ বিক্রির অঙ্ক বছরে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট, জনসংখ্যার একটা বিশাল অংশ পরিপাকতন্ত্রের সমস্যায় ভুগছে।
৬ ঘণ্টা আগেবর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেই পুলিশকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য পদক্ষেপ নিতে প্রস্তাব দিয়েছেন পুলিশ সদস্যরা। এ জন্য তাঁরা দ্রুত স্বাধীন কমিশন গঠনের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জোর দাবি জানান। পুলিশ সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনে ‘স্বাধীন কমিশন’ গঠনের...
৬ ঘণ্টা আগেতিন সাংবাদিককে চাকরিচ্যুতিতে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মঙ্গলবার (২৯ এপ্রিল) নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।
৬ ঘণ্টা আগেপ্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালা আয়োজন এবং গবেষণার মাধ্যমে শ্রম অধিকার, শ্রম নীতিমালা, শ্রমিক-মালিক সম্পর্ক, শ্রম অসন্তোষ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের...
৮ ঘণ্টা আগে