Ajker Patrika

৩ আন্তর্জাতিক সংস্থার নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৩ আন্তর্জাতিক সংস্থার নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের (ইসি) আহ্বানে সাড়া দিয়ে এ পর্যন্ত এনডিআই, ইইউ ও কমনওয়েলথ পর্যবেক্ষণের জন্য আগ্রহ প্রকাশ করেছে। 

আজ বুধবার ইসির পরিচালক জনসংযোগ শরিফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

এ দিকে বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রের একটি প্রতিষ্ঠান, যেটা প্রি অ্যাসেসমেন্ট করে গেছেন ও ইইউ আগেই বলেছে তারা পর্যবেক্ষণ করতে আসবে। ২১ তারিখে দিন ধার্য করা থাকলেও কমিশনের সঙ্গে সভা করতে ১৯ নভেম্বর সময় চেয়েছে কমনওয়েলথ। 

তিনি আরও বলেন, আগ্রহী বিদেশি পর্যবেক্ষকদের ২১ নভেম্বর পর্যন্ত আবেদন করার সময় রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত সেলের মাধ্যমে সমন্বয়ের পর, এবার কতজন আসবে সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত