উবায়দুল্লাহ বাদল, ঢাকা
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের বিধান উপেক্ষা করে মন্ত্রিপরিষদ বিভাগ ১৫ বছর ধরে সিটি করপোরেশন মেয়রদের সম্মানী ভাতাকে ‘বেতন-ভাতা’ হিসেবে উল্লেখ করে আসছিল প্রজ্ঞাপনে। এতে বিদ্যমান স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ব্যত্যয় ঘটছিল। ১৫ বছর পর অবশেষে সেই ভুলের অবসান হলো।
রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনের মেয়রদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে গত মাসে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে সেই ভুলের আর পুনরাবৃত্তি ঘটানো হয়নি। ওই প্রজ্ঞাপনে প্রথমবারের মতো সিটি মেয়রদের বেতন-ভাতার বদলে ‘সম্মানী ভাতা’ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, মেয়রদের অন্যান্য সুবিধা বিদ্যমান ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ অনুযায়ী নির্ধারিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অবশ্য বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, গত ১৫ বছরের ভুল এবার শোধরাল মন্ত্রিপরিষদ বিভাগ। এত দিন বিষয়টি কারও নজরেই আসেনি। গত বছরের জুনে রাজশাহী ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে যথাক্রমে এ এইচ এম খায়রুজ্জামান ও তালুকদার আবদুল খালেক পুনরায় নির্বাচিত হন। আগেও তাঁদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা ছিল। পুনরায় নির্বাচিত হওয়ায় তাঁদের নতুন করে পদমর্যাদা দেওয়ার প্রজ্ঞাপন জারি করতে গিয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তার নজরে আসে। পরে মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি নিয়ে সরকারের শীর্ষমহলে কথা বলেন। সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার পরই স্থানীয় বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনটি জারি করে।
গত ৯ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়। এতে বলা হয়, দুই মেয়র নিজ নিজ পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন। তাঁদের সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী নির্ধারিত হবে।
ওই আইনের (১৮) ধারায় উল্লেখ আছে, মেয়র ও কাউন্সিলররা সরকারের অনুমোদনক্রমে করপোরেশনের নির্ধারিত হারে সিটি করপোরেশনের তহবিল থেকে মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
অথচ ২০২২ সালের ২২ আগস্টও ঢাকার দুই মেয়রকে মন্ত্রী এবং চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বেতন-ভাতা কথাটির উল্লেখ ছিল।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের বিধান উপেক্ষা করে মন্ত্রিপরিষদ বিভাগ ১৫ বছর ধরে সিটি করপোরেশন মেয়রদের সম্মানী ভাতাকে ‘বেতন-ভাতা’ হিসেবে উল্লেখ করে আসছিল প্রজ্ঞাপনে। এতে বিদ্যমান স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ব্যত্যয় ঘটছিল। ১৫ বছর পর অবশেষে সেই ভুলের অবসান হলো।
রাজশাহী ও খুলনা সিটি করপোরেশনের মেয়রদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে গত মাসে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে সেই ভুলের আর পুনরাবৃত্তি ঘটানো হয়নি। ওই প্রজ্ঞাপনে প্রথমবারের মতো সিটি মেয়রদের বেতন-ভাতার বদলে ‘সম্মানী ভাতা’ উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, মেয়রদের অন্যান্য সুবিধা বিদ্যমান ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ অনুযায়ী নির্ধারিত হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ ও স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অবশ্য বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, গত ১৫ বছরের ভুল এবার শোধরাল মন্ত্রিপরিষদ বিভাগ। এত দিন বিষয়টি কারও নজরেই আসেনি। গত বছরের জুনে রাজশাহী ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে যথাক্রমে এ এইচ এম খায়রুজ্জামান ও তালুকদার আবদুল খালেক পুনরায় নির্বাচিত হন। আগেও তাঁদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা ছিল। পুনরায় নির্বাচিত হওয়ায় তাঁদের নতুন করে পদমর্যাদা দেওয়ার প্রজ্ঞাপন জারি করতে গিয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তার নজরে আসে। পরে মন্ত্রিপরিষদ সচিব বিষয়টি নিয়ে সরকারের শীর্ষমহলে কথা বলেন। সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার পরই স্থানীয় বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপনটি জারি করে।
গত ৯ এপ্রিল জারি করা প্রজ্ঞাপনে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়। এতে বলা হয়, দুই মেয়র নিজ নিজ পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন। তাঁদের সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী নির্ধারিত হবে।
ওই আইনের (১৮) ধারায় উল্লেখ আছে, মেয়র ও কাউন্সিলররা সরকারের অনুমোদনক্রমে করপোরেশনের নির্ধারিত হারে সিটি করপোরেশনের তহবিল থেকে মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।
অথচ ২০২২ সালের ২২ আগস্টও ঢাকার দুই মেয়রকে মন্ত্রী এবং চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রদের প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়ে জারি করা প্রজ্ঞাপনে বেতন-ভাতা কথাটির উল্লেখ ছিল।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি বৈঠক করেছেন। আজ বুধবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তাঁরা দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন, দক্ষ জনশক্তি রপ্তানি, ভিসা চালু, বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা
২০ মিনিট আগেরাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের কাছে আবেদন করা
১ ঘণ্টা আগেসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানার পরিবারের সদস্যদের ৬ কোটি ২১ লাখ ৬১ হাজার ৫০০ টাকা মূল্যের বাড়ি ও জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার (৩০ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই
২ ঘণ্টা আগেমাত্র আট মাসে দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী, সরকারি অর্থ আত্মসাৎকারী ও ঋণখেলাপি অর্ধশতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৩ হাজার কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) ও অবরুদ্ধ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা করার পর আদালতের নির্দেশে এই ক্রোক ও অবরুদ্ধ করা হয়। দুদকের নথ
২ ঘণ্টা আগে