Ajker Patrika

‘কঠোর লকডাউনে’ থাকছে না মুভমেন্ট পাস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৮ জুন ২০২১, ১৭: ১৭
‘কঠোর লকডাউনে’ থাকছে না মুভমেন্ট পাস

ঢাকা: আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়া সাত দিনের লকডাউনে কঠোর অবস্থানে থাকবে সরকার। এ সময় কেউ ঘর থেকে বের হতে পারবেন না। এই লকডাউনে মুভমেন্ট পাস দেওয়ার ব্যবস্থাও থাকবে না। পরিস্থিতির উন্নতি না হলে প্রয়োজনে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হবে।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান। তিনি বলেন, ‘স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা। ১ জুলাই ভোর ৬টা থেকে ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত খুব স্ট্রিক্ট ভিউতে যাচ্ছি আমরা, খুবই স্ট্রিক্ট ভিউতে।’ 

চারটি বিভাগের মাঠ প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের নিয়ে ভিডিও কনফারেন্স করা হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সবার বক্তব্য—দেশের একটা অংশ (সংক্রমণের হারের দিক থেকে) অরেঞ্জ, রেড বা ব্রাউন হয়ে যাচ্ছে। সুতরাং এখন স্ট্রিক্ট নিষেধাজ্ঞা আরোপ করা ছাড়া উপায় নেই। কিছু বাস্তব কারণের জন্য ৩০ জুন পর্যন্ত করা যাচ্ছে না। সে জন্য ১ জুলাই থেকে শুরু হবে।’

‘আমাদের এক্সপেরিয়েন্স হলো, চাঁপাইনবাবগঞ্জ স্ট্রিক্টলি ব্লক করে দেওয়ায় সংক্রমণ অনেক কমে গেছে। সাতক্ষীরায় ইম্প্রুভ করেছে। যেখানে যেখানে আমরা মুভমেন্ট রেসট্রিক্ট করে দিয়েছি, সেখানে ইম্প্রুভ করেছে। সরকার যদি মনে করে আরও সাত দিন (লকডাউন) যেতে হবে, সেটাও বিবেচনায় আছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবার মুভমেন্ট পাস থাকবে না। কেউ বের হতে পারবেন না, পরিষ্কার কথা। যাঁরা ইমারজেন্সি, তাঁরা সব সময় বের হতে পারবেন।’

মুভমেন্ট পাস না থাকলে বিশেষ প্রয়োজনে কেউ কীভাবে বের হবেন, সেই প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, ‘বের হওয়া যাবে না, বাসায় থাকতে হবে সবাইকে। কিন্তু ধরেন, দাফন-কাফন করতে হবে, সেটা তো বাসায় করা যাবে না, সে সময় বের হওয়া যাবে। রোগী নিয়ে হাসপাতালে যাবেন, সে ক্ষেত্রে বের হতে পারবেন।’ 

লকডাউনের মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় গতবারের মতো যথাসম্ভব কর্মসূচি নিতে ত্রাণ প্রতিমন্ত্রীকে মন্ত্রিসভা নির্দেশনা দিয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, বিশেষ করে শহর এলাকায় বেশি সমস্যা হয়, সেখানে খেয়াল রেখে যেন সাহায্য নিশ্চিত করা হয়।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত