নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় ঐকমত্য হওয়ার কারণে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিদায় হয়েছে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, গণতান্ত্রিক সংগ্রামের প্রথম পর্যায়ে বিজয় সূচিত হয়েছে।
আজ রোববার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
জাতীয় ঐকমত্যের কারণে ফ্যাসিবাদী শাসনের বিদায় হয়েছিল মন্তব্য করে আলী রীয়াজ বলেন, ‘যখন কখনো কখনো মনে হয়েছিল আমরা এ নিপীড়নমূলক শাসন ব্যবস্থা থেকে বের হতে পারব না, সেই সময় ছাত্রজনতার অভ্যুত্থানে মানুষ অংশ নিয়ে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। সে ক্ষেত্রে গণতান্ত্রিক সংগ্রামের প্রথম পর্যায়ে বিজয় সূচিত হয়েছে।’
দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক সংগ্রামে প্রয়োজন উল্লেখ করে আলী রীয়াজ বলেন, ‘জনগণের চাহিদার আকাঙ্ক্ষা থেকেই সংস্কার কমিশনগুলো প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্র সংস্কার করা দরকার। কারণ গত ৫৩ বছরে দেখেছি এমন এক ব্যবস্থা ফ্যাসিবাদী শাসক তৈরি করতে পারে, নিপীড়ন তৈরি করতে পারে, জবাবদিহিতাহীন রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারে।’
তিনি বলেন, ‘সেটা পরিবর্তন করা প্রয়োজন। এটা মানুষের দীর্ঘদিনের দাবি। এটা শহীদদের কাছে আমাদের অঙ্গীকার, দায়। এটা পালন করতে হবে। সে জন্য দরকার জাতীয় ঐক্য অটুট রাখা। পাশাপাশি নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যে আশা, যাতে সংস্কারগুলো করা যায়।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।
জাতীয় ঐকমত্য হওয়ার কারণে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের বিদায় হয়েছে বলে মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, গণতান্ত্রিক সংগ্রামের প্রথম পর্যায়ে বিজয় সূচিত হয়েছে।
আজ রোববার (২৭ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।
জাতীয় ঐকমত্যের কারণে ফ্যাসিবাদী শাসনের বিদায় হয়েছিল মন্তব্য করে আলী রীয়াজ বলেন, ‘যখন কখনো কখনো মনে হয়েছিল আমরা এ নিপীড়নমূলক শাসন ব্যবস্থা থেকে বের হতে পারব না, সেই সময় ছাত্রজনতার অভ্যুত্থানে মানুষ অংশ নিয়ে ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। সে ক্ষেত্রে গণতান্ত্রিক সংগ্রামের প্রথম পর্যায়ে বিজয় সূচিত হয়েছে।’
দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক সংগ্রামে প্রয়োজন উল্লেখ করে আলী রীয়াজ বলেন, ‘জনগণের চাহিদার আকাঙ্ক্ষা থেকেই সংস্কার কমিশনগুলো প্রতিষ্ঠিত হয়েছে। রাষ্ট্র সংস্কার করা দরকার। কারণ গত ৫৩ বছরে দেখেছি এমন এক ব্যবস্থা ফ্যাসিবাদী শাসক তৈরি করতে পারে, নিপীড়ন তৈরি করতে পারে, জবাবদিহিতাহীন রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারে।’
তিনি বলেন, ‘সেটা পরিবর্তন করা প্রয়োজন। এটা মানুষের দীর্ঘদিনের দাবি। এটা শহীদদের কাছে আমাদের অঙ্গীকার, দায়। এটা পালন করতে হবে। সে জন্য দরকার জাতীয় ঐক্য অটুট রাখা। পাশাপাশি নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে ঐকমত্যে আশা, যাতে সংস্কারগুলো করা যায়।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান।
যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে এ আহ্বান জানান তিনি...
২ ঘণ্টা আগেপ্রকাশ্যে জোর করে এক বৃদ্ধের চুল ও চুলের জট কেটে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এ ধরনের আচরণ ‘বেআইনি ও মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন’ এবং ‘ব্যক্তির মর্যাদার ওপর সরাসরি আঘাত’ বলে প্রতিক্রিয়া জানিয়েছে মানবাধিকার সংগঠনটি।
৪ ঘণ্টা আগেতিনি বলেন, ‘অনেক জায়গায় শোনা যাচ্ছে, কেউ গিয়ে মূর্তির হাত কিংবা মাথা নষ্ট করছে। আমরা খবর পেলেই সঙ্গে সঙ্গে তা অ্যাড্রেস করছি। কোথাও বিচ্যুতি হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পূজা ঘিরে এখন পর্যন্ত বড় কোনো আশঙ্কা নেই। তবে তুচ্ছ কারণে ছোটখাটো ঘটনা ঘটছে। এসবকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’
৫ ঘণ্টা আগেজাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে শতাধিক প্রতিনিধিসহ অংশ নিয়ে অন্তর্বর্তী সরকার আগের কর্তৃত্ববাদী সরকারের বিব্রতকর চর্চা অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ ঘটনায় হতাশা প্রকাশ করে সংস্থাটি বলেছে, জনগণের করের টাকায় বিদেশ সফরে এত বড় প্রতিনিধিদল পাঠ
৫ ঘণ্টা আগে