নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাসখানেকের মধ্যে দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, 'স্থানীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো ডেঙ্গু মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে। ডেঙ্গু মোকাবিলায় আমরা সফল হয়েছি। ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে জনগণের সচেতনতা জরুরি।'
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘ইউ সাপোর্ট টু হেলথ অ্যান্ড নিউট্রিশন টু দ্য পুওর ইন আরবার বাংলাদেশ’ প্রকল্পের সমাপনী কর্মশালার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আশা করি মাসখানেকের মধ্যে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পারব। একটা সহনশীল জায়গায় আনতে পারব। তবে জনসচেতনতা প্রয়োজন, এটা থেকে উদ্ধার হতে হলে জনগণের সম্পৃক্ততা লাগবে।'
তাজুল ইসলাম বলেন, 'ডেঙ্গু বৈশ্বিক ইস্যু। ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ পৃথিবীর অনেক দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে। আমরা ২০১৯ সালে ডেঙ্গু মহামারি থেকে অভিজ্ঞতা অর্জন করেছি। পরের বছর ২০২০ সাল ডেঙ্গু মোকাবিলায় সফল হয়েছি। এবার ২০২১ সালে প্রায় ১৫ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমাদের ডেঙ্গু পরিস্থিতি পৃথিবীর অনেক দেশ থেকেও ভালো অবস্থায় রয়েছে।'
ডেঙ্গু প্রাদুর্ভাবের জন্য লকডাউন ও ঈদের ছুটিকে দায়ী করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, 'লকডাউন ও ঈদের ছুটিতে অনেকে ঘরে তালা দিয়ে গ্রামে চলে গেছেন। আবার অনেক নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে শ্রমিকেরা চলে গেছেন। এসব জায়গায় এডিস মশার প্রজনন হওয়ার সুযোগ হয়েছে। আমি সিটি করপোরেশনের সঙ্গে নিয়মিত তদারক করছি। মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে অনেক মিটিং করেছি। তাঁদের প্রয়োজনীয় সক্ষমতা অর্জনে সহযোগিতা করছি। মশক কর্মীরা সকালে লার্ভিসাইড স্প্রে করে। বিকেলে ফগিং করে মশা নির্মূলে কাজ করা হচ্ছে। সিটি করপোরেশন যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করছে। জনগণও আগের চেয়ে সচেতন হচ্ছে।'
উল্লেখ্য, এর আগে গত ১ আগস্ট এক অনুষ্ঠানে মন্ত্রী তাজুল ইসলাম বলেছিলেন, 'আগামী ১৫ আগস্টের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। এর জন্য কাউন্সিলরসহ সবাইকে আরও তৎপর হতে হবে।'
মাসখানেকের মধ্যে দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, 'স্থানীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো ডেঙ্গু মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে। ডেঙ্গু মোকাবিলায় আমরা সফল হয়েছি। ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে জনগণের সচেতনতা জরুরি।'
আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘ইউ সাপোর্ট টু হেলথ অ্যান্ড নিউট্রিশন টু দ্য পুওর ইন আরবার বাংলাদেশ’ প্রকল্পের সমাপনী কর্মশালার অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকারমন্ত্রী।
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘আশা করি মাসখানেকের মধ্যে আমরা ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে পারব। একটা সহনশীল জায়গায় আনতে পারব। তবে জনসচেতনতা প্রয়োজন, এটা থেকে উদ্ধার হতে হলে জনগণের সম্পৃক্ততা লাগবে।'
তাজুল ইসলাম বলেন, 'ডেঙ্গু বৈশ্বিক ইস্যু। ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ পৃথিবীর অনেক দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে। আমরা ২০১৯ সালে ডেঙ্গু মহামারি থেকে অভিজ্ঞতা অর্জন করেছি। পরের বছর ২০২০ সাল ডেঙ্গু মোকাবিলায় সফল হয়েছি। এবার ২০২১ সালে প্রায় ১৫ হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমাদের ডেঙ্গু পরিস্থিতি পৃথিবীর অনেক দেশ থেকেও ভালো অবস্থায় রয়েছে।'
ডেঙ্গু প্রাদুর্ভাবের জন্য লকডাউন ও ঈদের ছুটিকে দায়ী করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, 'লকডাউন ও ঈদের ছুটিতে অনেকে ঘরে তালা দিয়ে গ্রামে চলে গেছেন। আবার অনেক নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে শ্রমিকেরা চলে গেছেন। এসব জায়গায় এডিস মশার প্রজনন হওয়ার সুযোগ হয়েছে। আমি সিটি করপোরেশনের সঙ্গে নিয়মিত তদারক করছি। মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে অনেক মিটিং করেছি। তাঁদের প্রয়োজনীয় সক্ষমতা অর্জনে সহযোগিতা করছি। মশক কর্মীরা সকালে লার্ভিসাইড স্প্রে করে। বিকেলে ফগিং করে মশা নির্মূলে কাজ করা হচ্ছে। সিটি করপোরেশন যথেষ্ট আন্তরিকতার সঙ্গে কাজ করছে। জনগণও আগের চেয়ে সচেতন হচ্ছে।'
উল্লেখ্য, এর আগে গত ১ আগস্ট এক অনুষ্ঠানে মন্ত্রী তাজুল ইসলাম বলেছিলেন, 'আগামী ১৫ আগস্টের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। এর জন্য কাউন্সিলরসহ সবাইকে আরও তৎপর হতে হবে।'
অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ডিসেম্বরের শুরুতে ভোটের তফসিল দেওয়ার কথা বলেছে নির্বাচন কমিশন। নির্বাচনী হাওয়া জোরেশোরে বইতে শুরু করায় দলগুলো এখন সম্ভাব্য জোটের জন্য আসন ভাগাভাগির আলোচনায় গুরুত্ব দিচ্ছে।
২ ঘণ্টা আগেসেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভুয়া প্রোফাইল খুলে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ বিষয়ে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
৩ ঘণ্টা আগেদফায় দফায় ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে ছয় জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। কয়েকটি স্থানে ইতিমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে পানি। এতে ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ফসলের খেত। বাধ্য হয়ে অনেকে কাঁচা ধান কেটে ঘরে তুলছে। অনেকেই পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নিরাপদ স্থানে।
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তিতে ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর সাত দিন পর গত মঙ্গলবার বেসরকারি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, এই ঘোষণাপত্রের সঙ্গে সরকারের কার্যকলাপ সামঞ্জস্যপূর্ণ নয়।
৫ ঘণ্টা আগে