কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় ইসরায়েল ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এই দেশগুলোকেই এখন ফিলিস্তিন সংকটের সমাধান করতে হবে।
আজ বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ভোটের আগে ফিলিস্তিন সংকটের সমাধান খুঁজবেন বলে ওয়াদা করেছিলেন। তিনি সেই ওয়াদা অনুযায়ী কাজ করলে ৭ অক্টোবরের ঘটনা ঘটতো না।
ইউসেফ রামাদান মনে করেন, বছরের পর বছর প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তায় সুযোগে ইসরায়েল আগ্রাসন চালিয়ে যেতে সাহস পেয়েছে।
ফিলিস্তিনের মানুষদের ওপর দেশটির আগ্রাসন বন্ধে প্রভাবশালী মুসলিম-প্রধান দেশগুলোকে সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, গাজায় ইসরায়েলি সৈন্যরা হাজার হাজার শিশু ও নারী-পুরুষ খুন করার কারণে পশ্চিমারা বৈশ্বিক সমর্থন হারিয়ে ফেলায় যুক্তরাজ্য এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে।
এই যুক্তরাজ্যের কারণেই ফিলিস্তিনিরা বছরের পর বছর দুরবস্থায় রয়েছে—এমন মন্তব্য করে তিনি বলেন, অনেক দেরিতে হলেও পশ্চিমা দেশগুলো এখন বুঝেছে কী বীভৎস গণহত্যা ইসরায়েল চালিয়ে যাচ্ছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট চাইলে সহজেই সংকটের সমাধান হবে বলে মনে করেন রাষ্ট্রদূত।
ইউসেফ রামাদান বলেন, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) যুদ্ধবিরতি করাতে পারেনি। কারণ তাদের এ সক্ষমতা নেই। তারপরও ফিলিস্তিনিরা আইসিজের সিদ্ধান্তকে স্বাগত জানায়।
ইসরায়েলের বাধায় নিজে দেশে ফিরতে পারছেন না এমন তথ্য দিয়ে রাষ্ট্রদূত বলেন, স্বাধীন ফিলিস্তিনে যেতে না পারলে বাংলাদেশেই থেকে যাবেন তিনি।
ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বলেছেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় ইসরায়েল ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এই দেশগুলোকেই এখন ফিলিস্তিন সংকটের সমাধান করতে হবে।
আজ বৃহস্পতিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ শীর্ষক এক আলোচনায় তিনি এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ভোটের আগে ফিলিস্তিন সংকটের সমাধান খুঁজবেন বলে ওয়াদা করেছিলেন। তিনি সেই ওয়াদা অনুযায়ী কাজ করলে ৭ অক্টোবরের ঘটনা ঘটতো না।
ইউসেফ রামাদান মনে করেন, বছরের পর বছর প্রভাবশালী মুসলিম রাষ্ট্রগুলোর নিষ্ক্রিয়তায় সুযোগে ইসরায়েল আগ্রাসন চালিয়ে যেতে সাহস পেয়েছে।
ফিলিস্তিনের মানুষদের ওপর দেশটির আগ্রাসন বন্ধে প্রভাবশালী মুসলিম-প্রধান দেশগুলোকে সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দেন তিনি।
রাষ্ট্রদূত বলেন, গাজায় ইসরায়েলি সৈন্যরা হাজার হাজার শিশু ও নারী-পুরুষ খুন করার কারণে পশ্চিমারা বৈশ্বিক সমর্থন হারিয়ে ফেলায় যুক্তরাজ্য এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলছে।
এই যুক্তরাজ্যের কারণেই ফিলিস্তিনিরা বছরের পর বছর দুরবস্থায় রয়েছে—এমন মন্তব্য করে তিনি বলেন, অনেক দেরিতে হলেও পশ্চিমা দেশগুলো এখন বুঝেছে কী বীভৎস গণহত্যা ইসরায়েল চালিয়ে যাচ্ছে।
তবে মার্কিন প্রেসিডেন্ট চাইলে সহজেই সংকটের সমাধান হবে বলে মনে করেন রাষ্ট্রদূত।
ইউসেফ রামাদান বলেন, আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (আইসিজে) যুদ্ধবিরতি করাতে পারেনি। কারণ তাদের এ সক্ষমতা নেই। তারপরও ফিলিস্তিনিরা আইসিজের সিদ্ধান্তকে স্বাগত জানায়।
ইসরায়েলের বাধায় নিজে দেশে ফিরতে পারছেন না এমন তথ্য দিয়ে রাষ্ট্রদূত বলেন, স্বাধীন ফিলিস্তিনে যেতে না পারলে বাংলাদেশেই থেকে যাবেন তিনি।
ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান অনুষ্ঠানের আলোচনায় অংশ নেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে বদ্ধপরিকর। তিনি সমাজে বিদ্যমান শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বিনষ্টের যেকোনো চেষ্টা রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
৯ ঘণ্টা আগেবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এসব কথা জানান।
১১ ঘণ্টা আগেএকজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে ওঠা নারী নির্যাতনের অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই কর্মকর্তার নারী নির্যাতন-সংক্রান্ত একটি অভিযোগ প্রচার হয়েছে। তবে বিষয়টি প্রচারিত হওয়ার আগেই সেনাবাহিনী জানতে পেরে গুরুত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম
১২ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করছে। এক বছরেরও বেশি সময় আগে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে সহিংস বিক্ষোভ শুরু হওয়ার পর এটিই হবে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে প্রথম নির্বাচন।
১৯ ঘণ্টা আগে