Ajker Patrika

ছাত্রদল নেতা আতিকুরের অবস্থান জানাতে নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্রদল নেতা আতিকুরের অবস্থান জানাতে নির্দেশ হাইকোর্টের

নিখোঁজ হওয়া ছাত্রদল নেতা আতিকুর রহমান রাসেলের অবস্থান জানতে চেয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শককে অবিলম্বে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। রাসেলের বাবার করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আতিকুরকে অবৈধভাবে হেফাজতে রাখা হয়নি, তা নিশ্চিত করতে তাঁকে আদালতে হাজির করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। এর আগে আতিকুরের বাবা আবুল হোসাইন সরদার গত ১০ জুলাই রিটটি দায়ের করেন। রিটে স্বরাষ্ট্রসচিব, পুলিশ মহাপরিদর্শক, র‍্যাবের মহাপরিচালক, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট আটজনকে বিবাদী করা হয়।

রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, আতিকুর রহমানের বাবা গত ২ জুলাই লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেন। এরপরও ছেলের খোঁজ না পেয়ে রিট করেন তিনি। হাইকোর্ট আতিকুর রহমানের অবস্থান জানাতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত