Ajker Patrika

সর্বোচ্চ মৃত্যুর দিনে সর্বাধিক ৫১ জন খুলনা বিভাগে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জুলাই ২০২১, ২০: ০৭
সর্বোচ্চ মৃত্যুর দিনে সর্বাধিক ৫১ জন খুলনা বিভাগে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় এক দিনে সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু ঘটেছে। আর শনাক্ত আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬৬১ জন। এক দিনে এটি দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত। এর আগে ৩০ জুন এক দিনে ৮ হাজার ৮২২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল।

আজ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যুর দিনে খুলনা বিভাগেই মারা গেছেন ৫১ জন। এর পরেই রয়েছে ঢাকা বিভাগের অবস্থান, ৪৬ জন। এছাড়া চট্টগ্রামে ১৫ জন, রাজশাহীতে ১২, বরিশালে ৩, সিলেটে ২, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৯ জনের মৃত্যু হয়েছে। অবশ্য করোনায় মোট মৃত্যুর হিসাবে ঢাকা বিভাগই এখনো শীর্ষে। এ বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৭২৮ জন। আর চট্টগ্রামে মারা গেছেন ২ হাজার ৮১৫ জন। আর খুলনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৬ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত এক দিনে আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৬০৩টি সক্রিয় ল্যাবে ২৯ হাজার ৩১৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনাভাইরাস পজিটিভ আসে ৮ হাজার ৬৬১টি। নমুনা পরীক্ষার অনুপাতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্তের হার ২৮ দশমিক ৯৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ২৭ দশমিক ৩৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বয়স ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৫৩ জনের মধ্যে ৭০ জনই ষাটোর্ধ্ব। এরপর ৫১–৬০ বছরের মধ্যে ৪৫ জন, ৪১–৫০ বছরের মধ্যে ২৪ জন, ৩১–৪০ বছরের মধ্যে ১১ জন এবং ১১–২০ বছরের মধ্যে মারা গেছেন ৩ জন। সে হিসাবে করোনায় ষাটোর্ধ্বদের মৃত্যু হার ৫৫ দশমিক ৯১ শতাংশ।

আর এই ১৫৩ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৪১ জন। বাড়িতে মারা গেছেন এবং হাসপাতালে মৃত আনা হয়েছে ৩ জনকে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম কোভিড আক্রান্ত শনাক্তের পর দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে নভেল করোনাভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয় গত বছরের ৮ মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর প্রথম মৃত্যুর খবর জানায় ১৮ মার্চ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত