Ajker Patrika

কাল থেকে শুরু হচ্ছে টিকার নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুলাই ২০২১, ১২: ৫৭
কাল থেকে শুরু হচ্ছে টিকার নিবন্ধন

টিকার সংকট কাটিয়ে ওঠায় আবারও শুরু হচ্ছে টিকার নিবন্ধন কার্যক্রম। আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রথম ডোজের টিকা গ্রহণে আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক ডাক্তার মিজানুর রহমান আজ বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান জানিয়েছেন, কৃষক-শ্রমিক, আইনজীবী, বিদেশগামী কর্মীসহ মোট ২৮ শ্রেণিপেশার মানুষকে নিবন্ধনের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। আগে যাঁরা নিবন্ধন করেছিলেন, তাঁরাও টিকা পাবেন। তবে নিবন্ধন ছাড়া এবং এসএমএস পাওয়া ব্যতীত কেউ টিকা পাবেন না।

এ ছাড়া অনস্পট নিবন্ধন এবার থাকছে না বলেও জানান তিনি।

সংক্রমণ বেড়ে যাওয়ায় মৃত্যু ঠেকাতে এবার বয়সসীমা কমিয়ে এনেছে সরকার। আগে যেখানে ৪০ বছরের ওপরের ব্যক্তিরা টিকা নিতে পারতেন, এবার তা কমিয়ে ৩৫ বছরে আনা হয়েছে। 

বয়স কমিয়ে আনার বিষয়টি গত সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম সাংবাদিকদের নিশ্চিত করেন।

ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, এখন থেকে ৩৫ বছর বয়স হলেই টিকার জন্য নিবন্ধন করা যাবে। দু–এক দিনের মধ্যেই এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ফাইজারের মতো মডার্নার টিকার সংরক্ষণ জটিলতা থাকায় কেবলমাত্র সিটি করপোরেশন এলাকায় দেওয়া হবে। আর সিনোফার্ম দেওয়া হবে উপজেলা পর্যায়ে।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনের (গ্যাভি) মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ২৫ লাখ টিকা পায় বাংলাদেশ। এ ছাড়া চুক্তি চূড়ান্ত হওয়ায় চীন থেকে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। ফলে আবারও নিবন্ধন–প্রক্রিয়া চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে সাড়ে ১৪ লাখ মানুষের দ্বিতীয় ডোজ পাওয়ার সমাধান শিগগিরই হচ্ছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মিক্সড ডোজের অনুমতি না পাওয়ায় সেরামের টিকা দিয়েই দ্বিতীয় ডোজ নিতে হবে। 

এদিকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রাশিয়ার সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। শিগগিরই দেশটি থেকে টিকা পাওয়া যাবে বলে জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত