Ajker Patrika

হজ ফ্লাইট নির্ধারিত সময়ে: বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২২, ১৭: ৪৪
হজ ফ্লাইট নির্ধারিত সময়ে: বিমান প্রতিমন্ত্রী

বাংলাদেশে থেকে হজ ফ্লাইট শুরু হবে নির্ধারিত সময়ে, কিন্তু সৌদি কর্তৃপক্ষের বিষয়গুলো পরিষ্কার না বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। আজ সোমবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন শেষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘নির্ধারিত সময়ে হজ ফ্লাইট শুরু করার জন্য সব ধরনের প্রস্তুতি আছে। কিন্তু হজে যাঁরা যাবেন, বাড়িভাড়া এবং মোয়াল্লেম নির্ধারণসহ আনুষঙ্গিক কাজগুলো করতে পারেনি সৌদি কর্তৃপক্ষ। এই বিষয়গুলো এখনো ক্লিয়ার হয়নি। তবে আমাদের বিশ্বাস নির্দিষ্ট সময়ে কাজগুলো সম্পন্ন করবে সৌদি কর্তৃপক্ষ।’ তিনি বলেন, ‘ধর্ম মন্ত্রণালয় এ বিষয়গুলো দেখছে। আমাদের বিশ্বাস এই সময়ের মধ্যে সব হয়ে যাবে। আনুষ্ঠানিকভাবে ৩১ মে হজ ফ্লাইট উদ্বোধন করা হবে।’

হজ ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে শিডিউল ফ্লাইট বিঘ্ন হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, বিমানের বহরে ২১টির মধ্যে ৪টি বোয়িং-৭৭৭। ২০১৯ সালে এই ৪টি দিয়ে হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছিল। এ বছরও সেটি করা হবে। এতে বিমানের অন্যান্য গন্তব্যের শিডিউল ফ্লাইটের ফ্রিকোয়েন্সি আমরা কমিয়ে দেব। কম গুরুত্বপূর্ণ ও কম লাভজনক রুটের ফ্রিকোয়েন্সি কমানো হবে। এটা দুই মাসের বিষয়। শিডিউল ফ্লাইটে কোনো ব্যাঘাত সৃষ্টি হবে না। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ফ্লাইটের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কমানো হবে না।

হজ-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন

প্রয়োজন ছাড়া ইমিগ্রেশনে যাত্রীদের জিজ্ঞাসাবাদ না করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে বিমান প্রতিমন্ত্রী আরও বলেন, এয়ারপোর্টে যাকে সন্দেহ হবে, তাকেই চেক করুন। প্রতিদিন যদি সব যাত্রীকে চেকের সম্মুখীন হতে হয়, তবে এটা যাত্রীসেবার অনুকূল হবে না। যাদের ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রয়োজন মনে করবে তাদের জিজ্ঞাসাবাদ করবে। প্রয়োজনে তাদের আলাদা করে জিজ্ঞাসা করবে। এই কার্যক্রম পর্যবেক্ষণ করার জন্যই আজকে আসা। প্রয়োজন ছাড়া ইমিগ্রেশনে কাউকে জিজ্ঞাসাবাদ করা যাবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল প্রমুখ।

এ-সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত