Ajker Patrika

দেশে আরও ৪টি আন্তর্জাতিক স্টেডিয়াম হবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশে আরও ৪টি আন্তর্জাতিক স্টেডিয়াম হবে

দেশে বর্তমানে সাতটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে। সরকার আরও চারটি আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে। 

আজ শুক্রবার একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। 

প্রতিমন্ত্রী জানান, কক্সবাজার, মানিকগঞ্জ, কুমিল্লা এবং গাজীপুরে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারে। কক্সবাজার, কুমিল্লা ও মানিকগঞ্জে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম তৈরির জন্য সম্ভাব্যতা সমীক্ষা করার প্রকল্প গ্রহণ করা হয়েছে। 

চট্টগ্রাম-১১ আসনের সরকার দলীয় সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, নিরাপদ পানি সরবরাহের জন্য সরকার ৫২টি জেলায় পানি পরীক্ষাগার স্থাপনের উদ্যোগ নিয়েছে। এটি ২০২২ সালের জুন নাগাদ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশে শিশু মৃত্যু হার হার এবং পানিবাহিত রোগ কমবে। 

কিশোরগঞ্জ-৩ আসনের জাতীয় পার্টির সাংসদ মজিবুল হকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশনগুলোর প্রতিটি ওয়ার্ডকে ১০টি ভাগে ভাগ করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মশক নিধনের জন্য ৩ হাজার জনবল দৈনিক ভিত্তিতে নিয়োগ করা হয়েছে। নিয়োগকৃতদের প্রশিক্ষণ ও দায়িত্বপালনে জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে। সিটি করপোরেশনগুলোতে গুণগতমান সম্পন্ন কীটনাশক নির্বাচন ও পর্যাপ্ত মজুত, প্রয়োজনীয় সংখ্যক ফগিং মেশিন ও অন্যান্য যন্ত্রপাতি কেনা হয়েছে। 

স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, গুণগত মানের কীটনাশকের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের সঙ্গে একাধিক আন্তমন্ত্রণালয় সভা করা হয়েছে। এতে কীটনাশক আমদানির লাইসেন্স প্রদান প্রক্রিয়া সহজ করা করা হয়েছে। এতে একাধিক প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানির সুযোগ উন্মুক্ত হয়েছে। 

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে ঢাকা মহানগরীর ২৬টি খাল ঢাকা ওয়াসার কাছ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে স্থানান্তর করা হয়েছে। খালগুলোকে অবৈধ দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে পানি প্রবাহ বজায় রেখে মাছ ও হাঁস চাষের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

এ ছাড়া খালগুলোর উভয় পাড়ে হাতিরঝিলের মতো ওয়াকওয়ে নির্মাণ করা হবে। খাল পরিচ্ছন্ন থাকলে কিউলেক্স ও এনোফিলিস প্রজাতির মশার বংশবিস্তার রোধ করা সম্ভব হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত