Ajker Patrika

বিমানের প্রধান প্রকৌশলীসহ ৫ কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিমানের প্রধান প্রকৌশলীসহ ৫ কর্মকর্তা বরখাস্ত

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি বোয়িং উড়োজাহাজের সংঘর্ষের ঘটনায় প্রধান প্রকৌশলীসহ ৫ কর্মকর্তাকে বরখাস্ত করেছে বিমান। বরখাস্তরা হলেন—বিমানের প্রধান প্রকৌশলী মোহাম্মদ বদরুল ইসলাম, প্রকৌশল কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, সৈয়দ বাহাউল ইসলাম ও সেলিম হোসেন খান এবং জিএসই অপারেটর মো. হাফিজুর রহমান। 

আজ বুধবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু সালেহ মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। 

আবু সালেহ মোস্তফা কামাল জানান, গত ১০ এপ্রিলের ওই ঘটনার পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই ৫ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনে সেদিনের সংঘর্ষে দুই বোয়িং উড়োজাহাজের ক্ষতির জন্য ওই পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে দায়ী করা হয়েছে। 

গত ১০ এপ্রিল হ্যাঙ্গারে ঢোকানোর সময় বোয়িং ৭৭৭-৩০০ ইআরের সামনের অংশ (নোজ) বোয়িং ৭৩৭-৮০০ এর পেছনের অংশে (টেইল) গিয়ে ধাক্কা দেয়। এতে ৭৭৭ উড়োজাহাজের র‍্যাডোম ও সামনের বাল্কহেড এবং ৭৩৭ উড়োজাহাজের বাম দিকের আনুভূমিক স্ট্যাবিলাইজারের কোনার অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার কারণ জানতে ও দায়ীদের চিহ্নিত করতে সেদিন বিমান একটি তদন্ত কমিটি করে ও পরদিন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় আরেকটি তদন্ত কমিটি করে। 

তবে বিমানের প্রকৌশল বিভাগ ও উড়োজাহাজ প্রস্তুতকারক বোয়িংয়ের প্রচেষ্টায় ৩ দিনের মধ্যে দুটি বোয়িং উড়োজাহাজই উড্ডয়নের জন্য প্রস্তুত করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত