Ajker Patrika

বন্যাকবলিত চার বিভাগে দেড় মাসে ৯২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বন্যাকবলিত চার বিভাগে দেড় মাসে ৯২ জনের মৃত্যু

বন্যাকবলিত চার বিভাগে গত প্রায় দেড় মাসে ৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পানিতে ডুবে। কেবল পানিতে ডুবেই মারা গেছেন ৬৬ জন। এছাড়া বজ্রপাতে ১৪ জন, ডায়রিয়ায় একজন, সাপের কামড়ে দুজন এবং অন্যান্য রোগে নয়জনের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সরকারি অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৭ মে থেকে ২৮ জুন পর্যন্ত দেশের চার বিভাগে বন্যার কারণে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ৫৫ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে। এর বাইরে ময়মনসিংহে ৩১ জন এবং রংপুরে ৫ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তদের মধ্যে ডায়রিয়ার শিকার হয়েছে সর্বোচ্চ ছয় হাজার ১৫২ জন। চোখের রোগে (আরটিআই) আক্রান্ত হয়েছে ৩৮১ জন, বজ্রপাতে আহত হয়েছে ১৫ জন, সাপের কামড়ের শিকার ১২ জন, চর্মরোগে ভুগছেন ৭৩৮ জন, চোখের প্রদাহ ১৯৭ জন, পানিতে ডুবে ৫৬ জন ও বিভিন্ন আঘাতের শিকার হয়েছেন ২৩২ জন এবং অন্যান্য রোগের শিকার হয়েছেন আরও এক হাজার ৭১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, দেশে বন্যাকবলিত এলাকাগুলোতে পানিতে ডুবে, ডায়রিয়া, সাপের কাপড় ও আঘাতজনিত নানা কারণে আহত হয়েছেন ৯ হাজার ৪৯৬ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত