Ajker Patrika

বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রায় পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ৩৪
বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রায় পুলিশের বাধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ, ভোটাধিকার পুনরুদ্ধার, বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে পদযাত্রা করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

আজ মঙ্গলবার ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়। রায়সাহেব বাজার জনসন রোডের সামনে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। তাঁদের সরিয়ে দেওয়া হয়। বিএনপিপন্থী আইনজীবীদের দাবি, তাঁদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ।

পরে বিএনপিপন্থী আইনজীবীরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকে অবস্থান নেন।

বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন।

আইনজীবী মো. আমিনুল হক আজকের পত্রিকাকে বলেন, তাঁকে লাঠি দিয়ে পিটিয়েছে পুলিশ। তিনি পায়ে আঘাত পেয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন।

পদযাত্রা শেষে ঢাকা আইনজীবী সমিতির সামনে সমাবেশ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মহসিন মিয়া, খোরশেদ আলম, ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ মিয়া আলম, অ্যাডভোকেট নুরুজ্জামান তপনসহ অনেক আইনজীবী সমাবেশে বক্তব্য দেন। তাঁরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ পদযাত্রায় কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ লাঠিচার্জ করেছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর বলেন, ‘আইনজীবীদের ওপর কোনো লাঠিচার্জ হয়নি। আইনজীবীরা পুলিশের ওপর হামলা করেছেন। তাঁরা আদালতের সামনে জনসন রোড অবরোধ করে গাড়ি চলাচল বন্ধের চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপিপন্থী আইনজীবীদের রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে আইনজীবীরা পুলিশকে মারধর করেন। এ সময় তাঁদের হামলায় চার-পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত