Ajker Patrika

উপদেষ্টা আসিফের এপিএস ও নূরজাহানের দুই পিওকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৫ মে ২০২৫, ১৭: ৪২
উপদেষ্টা আসিফ মাহমুদ ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস), আরেক উপদেষ্টার একজন বর্তমান ও একজন সাবেক ব্যক্তিগত কর্মকর্তাকে (পিও) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক এক নেতাকে ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

কিছু দিন আগে দুর্নীতির অভিযোগে অব্যাহতি পান যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএস মো. মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও ও ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবি। আর দুর্নীতির অভিযোগে এনসিপির যুগ্ম সদস্যসচিব পদ থেকে সাময়িক অব্যাহতি পান এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর এবং স্বাস্থ্য উপদেষ্টার আরেক পিও মাহমুদুল হাসানের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে।

এই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকার বিষয়ে আজ বৃহস্পতিবার দুপুরে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের বলেন, তুহিন ফারাবি ও মাহমুদুল হাসানকে ২০ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এ ছাড়া গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে ২১ মে ও মোয়াজ্জেম হোসেনকে ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, এই চারজনের বিরুদ্ধে মোটাদাগে কেনাকাটায় অনিয়ম, বদলি বাণিজ্য ও পাঠ্যবইয়ের কাগজ কেনায় ‘কমিশন বাণিজ্যের’ অভিযোগ রয়েছে।

এর আগে গত ২২ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এপিএসের পদ থেকে মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। যদিও উপদেষ্টা নিজেই তাঁকে ৮ এপ্রিল অব্যাহতির নির্দেশ দিয়েছিলেন। তার আগে দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের পিও তুহিন ফারাবিকেও অব্যাহতি দেওয়া হয়।

অন্যদিকে ২১ এপ্রিল এনসিপি থেকে গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। এনসিটিবির পাঠ্যবই ছাপানোর কাগজ কেনা নিয়ে দুর্নীতির অভিযোগে তাঁর নাম উঠে আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত