Ajker Patrika

ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৯২ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ভর্তি ৯২ 

দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮ টা-বুধবার সকাল ৮ টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ৭৩ জন এবং বাইরে ১৯ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত মোট তিন হাজার ৪০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন তিন হাজার ২৪ জন। ঢাকায় শনাক্ত হয়েছেন দুই হাজার ৮৫৯ জন এবং ছাড়পত্র নিয়েছেন দুই হাজার ৫৫৭ জন। ঢাকার বাইরে শনাক্ত হয়েছেন ৫৪৯ জন এবং ছাড়পত্র নিয়েছেন ৪৬৭ জন। 

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদন অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে। 

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৬৯ জন। এদের মধ্যে রাজধানীর ৪৭টি সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৯৭ জন এবং বাইরে ৭২ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছর মে মাসের ৩১ দিনে মোট রোগী শনাক্ত ও ভর্তি হয়েছিলেন ১৬৩ জন। জুনের ৩০ দিনে ৭৩৭ জন এবং জুলাই মাসের ৩১ দিনে দুই হাজার ৬৬৫ জন এবং চলতি মাসের প্রথম ১০ দিনে ৭৪৮ জন রোগী শনাক্ত ও ভর্তি হয়েছেন। 

কীটতত্ত্ববিদদের ধারণা, ডেঙ্গুর প্রকোপ আগস্ট-সেপ্টেম্বরে চূড়ান্ত পর্যায়ে উঠবে। 

উল্লেখ্য, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে ১৫ জনের মৃত্যু হয়েছে। 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত