Ajker Patrika

ডিআইজিসহ পুলিশের ১৮৭ জন দেড় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডিআইজিসহ পুলিশের ১৮৭ জন দেড় মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত

গত জুলাই ও আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের সঙ্গে সঙ্গে পুলিশেও ব্যাপক পদায়ন, বদলি ও পদোন্নতি হয়েছে। সাবেক দুজন আইজিপিসহ অনেক পুলিশ সদস্য ফৌজদারি অপরাধে গ্রেপ্তার হয়েছেন। অনেকে এখনো কাজে ফেরেনি। এখনো স্বাভাবিক হয়নি পুলিশের কার্যক্রম। 

আন্দোলন চলাকালীন থেকে আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত সারা দেশে ১৮৭ জন পুলিশ সদস্য কর্মস্থলে অনুপস্থিত। 

আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, গত ১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৮৭ জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। 

তাদের মধ্যে ডিআইজি ১ জন, অতিরিক্ত ডিআইজি ৭ জন, পুলিশ সুপার ২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১ জন, সহকারী পুলিশ সুপার ৫ জন, পুলিশ পরিদর্শক ৫ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক ৭ জন এবং কনস্টেবল ১৩৬ জন। 

১৮৭ জন পুলিশ সদস্যের মধ্যে ছুটিতে অতিবাস ৯৬ জন, কর্মস্থলে গরহাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরি ইস্তফা দিয়ে কর্মস্থলে অনুপস্থিত ৩ জন এবং অন্যান্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

কাকরাইলে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের দফায় দফায় সংঘর্ষ, নুরসহ আহত অনেকে

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

বড়াইগ্রামে ৫ কেজি গাঁজাসহ আটকের পর ৫০ গ্রাম দিয়ে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত