কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে সরকার। সরকার মনে করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশের নির্বাচনের বাস্তবতাকে ভুলভাবে উপস্থাপন করেছে।
রোববার এক বিবৃতিতে সরকারের এই অভিমতের কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হাইকমিশনারের বক্তব্যে মানবাধিকারকে রাজনীতিকরণের মাধ্যমে পক্ষপাতমূলক ও পূর্বপরিকল্পিত দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে।
হাইকমিশনার ফলকার তুর্ক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে গত ৮ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, সহিংসতা ও বিরোধী প্রার্থী ও সমর্থকদের দমন ও নিপীড়নের কারণে ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এসব ক্ষেত্রে আইন লঙ্ঘন ও অনিয়মের পুঙ্খানুপুঙ্খ ও কার্যকর তদন্তের জন্য আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, গণতান্ত্রিক নীতি সমুন্নত রাখতে সরকারের দৃঢ় প্রত্যয় ৭ জানুয়ারির নির্বাচনে স্পষ্ট হয়েছে। মাঠ পর্যায় থেকে পাওয়া অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকের তথ্য অনুযায়ী, কিছু ভোটকেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের দিনটি শান্তিপূর্ণ ছিল।
মন্ত্রণালয় বলছে, গণগ্রেপ্তার, হুমকি, গুম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা ব্ল্যাকমেল করা ও নজরদারির বিষয়ে হাইকমিশনারের অভিযোগ প্রমাণিত নয়, বরং ভিত্তিহীন।
এ ছাড়া, মানবাধিকারকর্মীদের আত্মগোপনে যেতে বাধ্য করা, দেশ ছেড়ে পালানো ও গুমের দাবি নাকচ করে দিয়ে মন্ত্রণালয় বলছে, এসব দাবি বাস্তবতাবর্জিত ও হাইকমিশনারের কার্যালয়ের দায়িত্বহীনতার দৃষ্টান্ত।
জাতিসংঘ ও মানবাধিকার কার্যালয়ের যেকোনো উদ্বেগের সমাধান করতে সরকার সব সময় প্রস্তুত বলে দাবি করেছে মন্ত্রণালয়।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের বিবৃতির কড়া প্রতিবাদ জানিয়েছে সরকার। সরকার মনে করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশের নির্বাচনের বাস্তবতাকে ভুলভাবে উপস্থাপন করেছে।
রোববার এক বিবৃতিতে সরকারের এই অভিমতের কথা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হাইকমিশনারের বক্তব্যে মানবাধিকারকে রাজনীতিকরণের মাধ্যমে পক্ষপাতমূলক ও পূর্বপরিকল্পিত দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে।
হাইকমিশনার ফলকার তুর্ক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে গত ৮ জানুয়ারি এক বিবৃতিতে বলেন, সহিংসতা ও বিরোধী প্রার্থী ও সমর্থকদের দমন ও নিপীড়নের কারণে ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি এসব ক্ষেত্রে আইন লঙ্ঘন ও অনিয়মের পুঙ্খানুপুঙ্খ ও কার্যকর তদন্তের জন্য আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, গণতান্ত্রিক নীতি সমুন্নত রাখতে সরকারের দৃঢ় প্রত্যয় ৭ জানুয়ারির নির্বাচনে স্পষ্ট হয়েছে। মাঠ পর্যায় থেকে পাওয়া অনেক আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকের তথ্য অনুযায়ী, কিছু ভোটকেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের দিনটি শান্তিপূর্ণ ছিল।
মন্ত্রণালয় বলছে, গণগ্রেপ্তার, হুমকি, গুম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা ব্ল্যাকমেল করা ও নজরদারির বিষয়ে হাইকমিশনারের অভিযোগ প্রমাণিত নয়, বরং ভিত্তিহীন।
এ ছাড়া, মানবাধিকারকর্মীদের আত্মগোপনে যেতে বাধ্য করা, দেশ ছেড়ে পালানো ও গুমের দাবি নাকচ করে দিয়ে মন্ত্রণালয় বলছে, এসব দাবি বাস্তবতাবর্জিত ও হাইকমিশনারের কার্যালয়ের দায়িত্বহীনতার দৃষ্টান্ত।
জাতিসংঘ ও মানবাধিকার কার্যালয়ের যেকোনো উদ্বেগের সমাধান করতে সরকার সব সময় প্রস্তুত বলে দাবি করেছে মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজারবাগে পুলিশ সপ্তাহের তৃতীয় দিনের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘নাগরিক ভাবনায় জনতার পুলিশ: নিরাপত্তা ও আস্থার বন্ধন’ শীর্ষক আলোচনায় তিনি বিশেষ আলোচক হিসেবে এসব বক্তব্য দেন...
৯ মিনিট আগেশ্রমিকদের অবস্থান পরিবর্তনের জন্য শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এ জন্য প্রয়োজন শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর বাস্তবায়ন।
৪ ঘণ্টা আগেমানবিক সহায়তা পাঠানোর জন্য মিয়ানমারের রাখাইনের সঙ্গে ‘করিডর’ বা ‘প্যাসেজ’ চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকারের ‘নীতিগত সিদ্ধান্ত’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক দলগুলো এমন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।
৯ ঘণ্টা আগেদেশে এক শর মতো শিল্পে নেই ন্যূনতম মজুরিকাঠামো। এখনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাননি অনেক খাতের শ্রমিকেরা। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের ৮৫ শতাংশ শ্রমিকেরই নেই আইনি সুরক্ষা। পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি পান না নারী শ্রমিকেরা। ট্রেড ইউনিয়ন গঠনের স্বাধীনতা, শ্রমিক সুরক্ষায় উল্লেখযোগ্য
১৫ ঘণ্টা আগে