নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও তাঁর স্ত্রী ফৌজিয়া আলমের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ছাড়া হানিফের ছেলে ফাহিম আফসার আলম, ফারহান সাদিক আলম ও মেয়ে তানিশা আলমের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করেছে দুদক।
আজ সোমবার (১৪ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে হওয়া মামলায় তাঁর বিরুদ্ধে ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর নামে থাকা ১৮টি ব্যাংক হিসাবে ৮৬৬ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার ৭২ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, আসামির বিরুদ্ধে হওয়া মামলায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
অপর একটি মামলায় স্ত্রীর সঙ্গে হানিফকেও আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ফৌজিয়া আলমের নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও মামলায় উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের অক্টোবরে এক আইনজীবী হানিফের বিরুদ্ধে দুদকে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করেন। এরপর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হানিফ, তাঁর স্ত্রী ও পরিবারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দে নির্দেশ দেয়। ওই নির্দেশে ৩৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব ঘেটে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। দীর্ঘ অনুসন্ধান শেষে দুদক এ দুটি মামলা করে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এর পর থেকেই দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অনেক নেতা আত্মগোপনে চলে যান। মাহবুব উল আলম হানিফও আত্মগোপনে রয়েছেন। দুদক সূত্র বলছে, কানাডার নাগরিকত্ব থাকা হানিফ সে দেশেই আশ্রয় নিয়ে থাকতে পারেন।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও তাঁর স্ত্রী ফৌজিয়া আলমের নামে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ছাড়া হানিফের ছেলে ফাহিম আফসার আলম, ফারহান সাদিক আলম ও মেয়ে তানিশা আলমের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করেছে দুদক।
আজ সোমবার (১৪ জুলাই) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছন সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।
মামলার এজাহার থেকে জানা গেছে, মাহবুব উল আলম হানিফের বিরুদ্ধে হওয়া মামলায় তাঁর বিরুদ্ধে ২৭ কোটি ৩৯ লাখ ২৯ হাজার ৩১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর নামে থাকা ১৮টি ব্যাংক হিসাবে ৮৬৬ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার ৭২ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পেয়েছে দুদক।
দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, আসামির বিরুদ্ধে হওয়া মামলায় দুদক আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
অপর একটি মামলায় স্ত্রীর সঙ্গে হানিফকেও আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পারস্পরিক যোগসাজশে ৪ কোটি ৬৯ লাখ ৬৮ হাজার ৪৯০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ফৌজিয়া আলমের নামে থাকা ১৬টি ব্যাংক হিসাবে ৩৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৬০৯ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও মামলায় উল্লেখ করা হয়েছে।
২০২৪ সালের অক্টোবরে এক আইনজীবী হানিফের বিরুদ্ধে দুদকে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ করেন। এরপর বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) হানিফ, তাঁর স্ত্রী ও পরিবারের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দে নির্দেশ দেয়। ওই নির্দেশে ৩৪টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা হিসাব ঘেটে সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া যায়। দীর্ঘ অনুসন্ধান শেষে দুদক এ দুটি মামলা করে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এর পর থেকেই দলটির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অনেক নেতা আত্মগোপনে চলে যান। মাহবুব উল আলম হানিফও আত্মগোপনে রয়েছেন। দুদক সূত্র বলছে, কানাডার নাগরিকত্ব থাকা হানিফ সে দেশেই আশ্রয় নিয়ে থাকতে পারেন।
জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত ১১৪ জনের মরদেহ মোহাম্মদপুর রায়েরবাজার কবরস্থান থেকে তোলা হবে। তাদের ডিএনএ পরীক্ষা করে পরিচয় শনাক্ত করা হবে। এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী...
৩ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার বিকেলে এই খসড়া ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে...
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরত এসেছেন আরও ৩৯ বাংলাদেশি। একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় ফেরত আসেন তাঁরা। আজ শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় দলটি। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে।
৭ ঘণ্টা আগেজুলাই ঘোষণাপত্রকে ‘বাস্তবতা’ বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি জানিয়েছেন, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টায় ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা জানান মাহফুজ আলম।
৮ ঘণ্টা আগে