Ajker Patrika

৭৪৪ কোটি ৯০ লাখ টাকার ৯ ক্রয় প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৭৪৪ কোটি ৯০ লাখ টাকার ৯ ক্রয় প্রস্তাব অনুমোদন

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৭৪৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ৯টি প্রস্তাব অনুমোদন  দেওয়া হয়েছে। আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে বৈঠকের পর অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরনে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরফেনি।

ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২২তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৭তম সভা হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির অনুমোদনের জন্য ২টি এবং ক্রয় কমিটির অনুমোদনরে জন্য ১০টি প্রস্তাব উত্থাপন করা হয়। এর মধ্যে ৯টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। একটি প্রস্তাব ফেরত দেওয়া হয়েছে।

মুস্তফা কামাল বলেন, ক্রয় কমিটির প্রস্তাবগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের ৩টি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ২টি, স্বাস্থ্য সেবা বিভাগের ১টি, সেতু বিভাগের ১টি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১টি,  জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১টি এবং বিদ্যুৎ বিভাগের ১টি প্রস্তাব ছিল। অনুমোদিত ৯টি প্রস্তাবের মধ্যে ৮টি প্রস্তাবের মোট অর্থের পরিমাণ ৭৪৪ কোটি ৯০ লাখ ৯৮ হাজার ১০৩ টাকা।

অর্থমন্ত্রী বলেন, চীনা প্রতিষ্ঠান সিনোফার্মা থেকে ৬০ মিলিয়ন (৬ কোটি) ডোজ সিনোফার্ম ভ্যাকসিন ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। বিদ্যুৎ ও জ্বালানরি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ (২০১৮ সালের সর্বশেষ সংশোধনীসহ)-এর আওতায় এলএনজি সংক্রান্ত কার্যক্রমে সহায়তার জন্য লিগ্যাল কনসালট্যান্ট  নিয়োগের একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রস্তাবে ৫ বছররে জন্য সর্বমোট ৬ লাখ ৫৮ হাজার ৫৯৮ ডলারের সমপরিমাণ, যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৫৯ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা অনুমোদন দেওয়া হয়েছে। 

অর্থমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কন্সট্রাকশন কোম্পানি লিমিটেডকে ১৭২ কোটি ৬১ লাখ ১৪ হাজার ৮০৮ টাকায় ৫ বছরের জন্য নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। 

মুস্তফা কামাল বলেন, দেশের শিক্ষার্থীদের কাছে পাঠ্যপুস্তক যথা সময়ে বিনা মূল্যে বিতরণের জন্য ২০২২ শিক্ষাবর্ষের প্রাথমিক স্তরে (১ম ও ২য় শ্রেণি) বাংলা ও ইংরেজি ভার্সনের ৯৮টি লটে ২ কোটি ৬৫ লাখ ১৭ হাজার ৮০৬টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য আন্তর্জাতিক দরপত্রের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান (১) কচুয়া প্রসেস অ্যান্ড পাবলিকেশন (৭টি লট), (২) মা সিস্টেম কম্পিউটারস প্রিন্টার্স অ্যান্ড প্যাকেজিং (৯টি লট), (৩) কৃষ্ণা ট্রেডার্স (২টি লট) এবং (৪) বারতোপা প্রিন্টার্স  লিমিটেড (৮টি লট) এর কাছ থেকে ১৮ কোটি ৩৩ লাখ ৩৪ হাজার ৩০০ টাকায় ৭৬ লাখ ৪২ হাজার ৭১টি বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।  প্রতিটি পাঠ্যপুস্তকের গড় দাম পড়বে ২৯ দশমিক ৯৯ টাকা।

এ ছাড়া বৈঠকে হাতিয়া দ্বীপ, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়া দ্বীপ শতভাগ নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় আন্তর্জাতিক দরপত্রের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে ৪৮ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৩৬৫ টাকায় অনুমোদন দেওয়া হয়েছে।  

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ‘মিরপুর ১১ নম্বর সেকশনে বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ১৪ তলা বিশিষ্ট ৫টি ভবনে ৫৩৩টি আবাসকি ফ্ল্যাট’ নির্মাণে ৯৯ কোটি ৫৩ লাখ ৭৯৩ হাজার ৯৮৬ টাকায় ঠিকাদার নিয়োগের অনুমোদন দেওয়া হয়। গণপূর্তের এ কাজ বাস্তবায়নকালে দাম হ্রাস-বৃদ্ধি হওয়ার ভ্যারিয়েশন বাবদ অতিরিক্ত ৩৫ কোটি ৩ লাখ ৮৭ হাজার ৫৮০ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আরেকটি প্রস্তাবে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার থেকে প্রথম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী সারের দাম প্রতি মেট্রিক টন ৪৯২ ডলার হিসেবে ৩০ হাজার টন ইউরিয়া সারের মোট দাম ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ডলারের সমপরিমাণ, যা বাংলাদেশি মুদ্রায় ১২৫ কোটি ৩৮ লাখ ৬২ হাজার টাকা।

এ ছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। কাফকোর সঙ্গে চুক্তি অনুযায়ী ৩০ হাজার টন (প্রতি মেট্রিক টন ৪৫৭ ডলার হিসেবে) মোট ১ কোটি ৩৭ লাখ ১০ হাজার ডলার সমপরিমাণ, যা বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১১৬ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা।

আরেক প্রস্তাবে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতে র্ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড এর কাছ থেকে ১ম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি অনুমোদন দেওয়া হয়েছে। এই সার আমদানিতে ব্যয় হবে ১২৩ কোটি ৪৩ লাখ ২২ হাজার ৬৫০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত