Ajker Patrika

কাতারের আমির আসছেন সোমবার, হতে পারে ১১ চুক্তি

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ২১: ০৬
কাতারের আমির আসছেন সোমবার, হতে পারে ১১ চুক্তি

দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল সোমবার ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার যৌথ আমন্ত্রণে তাঁর এই সফর।

আগামীকাল সোমবার বিকেলে অথবা সন্ধ্যায় ঢাকা পৌঁছালে রাষ্ট্রপতি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমিরকে স্বাগত জানাবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামী মঙ্গলবার ঢাকায় গণভবনে কাতারের আমিরের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, কাতারের আমিরের সফরে ১১টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে। এর মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক।

মন্ত্রী বলেন, দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি রোধ, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, যৌথ ব্যবসা পরিষদ গঠন এবং দুই দেশের মধ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্থানান্তরের বিষয়ে চুক্তিগুলো হতে পারে।

আর শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া ক্ষেত্র এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা-সংক্রান্ত পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

মন্ত্রী বলেন, কাতারের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতার পরিধি সম্প্রসারণের লক্ষ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জ্বালানি, বিমান চলাচল, কৃষি, খাদ্যনিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে।

হাছান মাহমুদ বলেন, বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালসী উড়ালসেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করার প্রস্তুতি চলছে।

২৩ এপ্রিল মঙ্গলবার কাতারের আমিরের এই দুটি স্থাপনা উদ্বোধনের কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসসমৃদ্ধ সর্বোচ্চ গড় মাথাপিছু আয়ের দেশ কাতার শক্তিশালী অর্থনীতি, ভূরাজনৈতিক অবস্থান, কূটনৈতিক তৎপরতা ও মধ্যস্থতার কারণে মধ্যপ্রাচ্যে একটি প্রভাবশালী দেশ হিসেবে বিবেচিত।

কাতারের সঙ্গে বাকিতে তেল কেনার বিষয়ে কোনো আলোচনা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘যেহেতু সৌদি আরবের সঙ্গে আমাদের রেফার্ড পেমেন্টে (এক বছরের বাকিতে) তেল কেনার চুক্তি রয়েছে, কাতারের আমিরের সফরে এ বিষয়ে আলোচনা হতে পারে।’

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কাতার চাইলে দেশের কোনো একটি অর্থনৈতিক অঞ্চলে তাদের বরাদ্দ দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে।

কাতার বাংলাদেশের জন্য জ্বালানি আমদানির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। পরিশেষে কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার; যেখানে প্রায় চার লাখ বাংলাদেশি কর্মরত।

রাষ্ট্রপতি আমিরের সম্মানে আগামী মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজনের আয়োজন করবেন। আমির মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত